মিশরে পুরুষ ফুটবল দলের প্রথম নারী কোচ ফাইজা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১২ এএম, ২৯ অক্টোবর ২০২০
মিশরে পুরুষ ফুটবল দলের প্রথম নারী কোচ ফাইজা

শহরের রাস্তায় ছেলেদের সাথে ফুটবল খেলে বড় হওয়া এবং পরবর্তীতে মিশর জাতীয় নারী দলের অধিনায়ক হিসেবে নিজের স্থান সুপ্রতিষ্ঠিত করেছিলেন ফাইজা হায়দার। এখন একটি পুরুষ পেশাদার ক্লাবের প্রথম নারী কোচ হিসেবে নাম লিখিয়ে আলোচনায় এসেছেন ৩৬ বছর বয়সী ফাইজা।

স্থানীয় গণমাধ্যমে জানানো হয়, চতুর্থ বিভাগের ক্লাব আইডিয়াল গোল্ডির কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ সম্পর্কে রয়টার্সকে দেওয়া সাক্ষাতকারে ফাইজা বলেছেন, বিষয়টি নিয়ে তিনি বেশ অস্বস্তিতে পড়েছিলেন।

তিনি বলেন, ‘শুরুতে কিছুটা অস্বস্তিতে পড়েছিলাম। কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম তারা আমার কাছ থেকে সত্যিকার অর্থেই কিছু শিখতে চায়, নিজেদের দক্ষতা বাড়াতে চায়।’
sportsmail24
ফাইজা আরও জানান, মিশরের নারী ও পুরুষ কোচদের মধ্যে কেবলমাত্র তিনিই ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ কর্তৃক স্বীকৃত প্রিমিয়ার স্কিলস কোচ এডুকেটর মর্যাদা অর্জন করেছেন।

ফাইজার মা খোদরা আবডালরাহমান বলেছেন, ‘আমি তাকে ফুটবলে যেতে নিষেধ করেছিলাম। কিন্তু সে আমার কথা শোনেনি। কারণ, সে ফুটবলকে ভালোবাসে। এরপর আমি তাকে ছেড়ে দিয়েছি ও সৃষ্টিকর্তার কাছে তাকে সহযোগিতা করার প্রার্থণা করেছি। এখন সে পুরো দেশের গর্ব।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংলিশ লিগের প্রথম নারী রেফারির স্বপ্ন জয়ের গল্প

ইংলিশ লিগের প্রথম নারী রেফারির স্বপ্ন জয়ের গল্প

বিদায় বলে ভাগ্য ভবিষ্যতের কাছে ছেড়ে দিলেন লিপ্পি

বিদায় বলে ভাগ্য ভবিষ্যতের কাছে ছেড়ে দিলেন লিপ্পি

প্রেমিকাসহ রেফারি খুন

প্রেমিকাসহ রেফারি খুন

নারী কর্মীর সতর্কতায় ‘হুঁশ’ ফিরলো রোনালদোর

নারী কর্মীর সতর্কতায় ‘হুঁশ’ ফিরলো রোনালদোর