দলবদলে শান্তির বার্তা, বার্সাতেই মৌসুম শেষ করবেন মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৪ এএম, ২৯ ডিসেম্বর ২০২০
দলবদলে শান্তির বার্তা, বার্সাতেই মৌসুম শেষ করবেন মেসি

বার্সেলোনা-লিওনেল মেসি; নাম দুটি গত দুই দশক ধরে একে অপরের সাথে যুক্ত হয়ে আছে। মেসির কাছে ক্লাবটি শুধু পেশার জায়গায় নয়, ব্যক্তি জীবনে আবেগ-ভালোবাসারও অংশ। যদিও গত আগস্টে হঠাৎই এক বুরো ফ্যাক্সে প্রাণের ক্লাব ছেড়ে দেওয়ার বার্তা দিয়েছিলেন মেসি। এবার বছর না ঘুরতেই আবারও সেই বিষয়ে আলোচনা চলে এসেছে।

ক্লাব বার্সেলোনার সাথে চলতি বছরের ৩০ জুন মেসির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তার মানে মেসি সেই তারিখের ছয় মাস আগে থেকে ফ্রি ট্রান্সফার সুবিধায় অন্য ক্লাবের সাথে আইনিভাবে আলোচনা করতে পারবেন। তবে মেসি আপাতত বিষয়টি নিয়ে ভাবছেন না। মৌসুম শেষ না হওয়া পর্যন্ত অন্য ক্লাবগুলোর আগ্রহকে অগ্রাহ্য করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

মেসি বার্সার অনুরাগীদের আশ্বাস দিয়েছেন যে, কোন সিদ্ধান্ত নেওয়ার আগে চলতি মৌসুমের শেষ পর্যন্ত অপেক্ষা করবেন। মেসিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আগামী সপ্তাহ থেকে নতুন ক্লাবগুলোর সাথে তিনি কথা বলতে শুরু করবেন কি-না? কারণ, আইন অনুযায়ী তিনি তা করতে পারেন। উত্তরে মেসি বলেছেন, ‘না, এটি অনেক দূরে। আমি যা বলছি, এটি তার সবকিছুর বিরুদ্ধে হবে।’

রোববার (২৭ ডিসেম্বর) লা সেক্সটায় দেওয়া এক্সক্লুসিভ এক সাক্ষাৎকারে এমন তথ্য দিয়েছেন আর্জেন্টিনার এ ফুটবল যাদুকর। মেসি বলেন, ‘আমার পরিকল্পনা এ মুহূর্তে ক্লাবের (বার্সেলোনা) হয়ে যতটা পারি তার সবই দেওয়ার। মৌসুম শেষ হওয়া পর্যন্ত কিছুই ঠিক হয়নি। এখন আমি কেবল মৌসুম শেষ এবং শিরোপা জয়ের কথা ভাবি।’
sportsmail24
তিনি বলেন, ‘আমি জানি বার্সার অনেক লোক আছেন, যারা এখনও আমাকে ভালোবাসেন। তবে আমি ক্লাবের পক্ষে এবং নিজের পক্ষে সবচেয়ে ভালো যা করতে চাই, তা করতে যাচ্ছি। এছাড়া আমি বার্সেলোনায় থাকতে চাই এবং ক্লাবটিতে থাকতে চাই। আমি চলে যাচ্ছি কি-না তা আমি জানি না। তবে আমি তা যদি করি, তবে আমি সেরা উপায়ে চলে যেতে চাই এবং ভবিষ্যতে ক্লাবে ফিরতে সক্ষম হতে চাই। বার্সেলোনা যেকোন খেলোয়াড়ের চেয়ে অনেক বড়।’

তবে নিজের সম্ভাব্য গন্তব্য নিয়েও মুখ খুলেছেন মেসি। সরাসরি না বললেও মেসি জানিয়ে দিয়েছেন যুক্তরাজ্যের এমএলএস তার অনেক ভালো লাগে। সেখানে চ্যালেঞ্জ নিতে চান তিনি। তবে মেয়াদের বাকি ছয় মাস তিনি অন্য কিছু নিয়ে ভাবতে চান না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন মেসি।

তিনি বলেন, ‘আমার অভিজ্ঞতা সবসময়ই যুক্তরাষ্ট্রে থাকার, এ অভিজ্ঞতাটি বেঁচে থাকার স্বপ্ন ছিল। আমি এ ছয় মাসের প্রতি আমার মনোনিবেশ করছি। আমি কী করতে পারি তার জন্য লড়াই করার বিষয়ে এবং বছর কীভাবে শেষ হবে তা নিয়ে চিন্তা-ভাবনা করার কারণ, আমি কী করতে যাচ্ছি তা বলাও ভালো হবে না। আমি জানিও না।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শতাব্দীর সেরা ফুটবলার রোনালদো

শতাব্দীর সেরা ফুটবলার রোনালদো

মেসির সপ্তম পিচিচি জয়, সেরা খেলোয়াড় বেনজেমা

মেসির সপ্তম পিচিচি জয়, সেরা খেলোয়াড় বেনজেমা

‘মেসি চলে গেলে লা লিগায় প্রভাব পড়বে না’

‘মেসি চলে গেলে লা লিগায় প্রভাব পড়বে না’

সবকিছু বার্সার ভালোর জন্যই করেছি : মেসি

সবকিছু বার্সার ভালোর জন্যই করেছি : মেসি