মেসিকে ছাড়বে না বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫০ এএম, ১৯ এপ্রিল ২০২১
মেসিকে ছাড়বে না বার্সেলোনা

লিওনেল মেসি, বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা প্রতিভা। দীর্ঘদিন বার্সেলোনার হয়ে মাঠ মাতাচ্ছেন আর্জেন্টিনার এই সুপার স্টার। তবে আগামী মৌসুমে দল বদলাতে পারেন মেসি, এমন গুঞ্জন ফুটবল পাড়ায় দীর্ঘদিন ধরেই, তবে এবার ক্লাব প্রেসিডেন্ট মেসি ভক্তদের জন্য দিলেন দারুণ সুখবর। 

মেসির জোড়া গোলেই শনিবার রাতে (১৭ এপ্রিল) অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে রেকর্ড ৩১তম বারের মতো বার্সা কোপা দেল রের ট্রফি জয় লাভ করে। দারুণ এই শিরোপা জয়ের পর মেসিকে নিয়ে সুখবরই দিলেন বার্সেলোনা ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা।

মেসি ক্লাব ছেড়ে যেতে পারে আগামী মৌসুমে এমন গুঞ্জনকে উড়িয়ে হুয়ান লাপোর্তা জানান মেসিকে দলে রাখার জন্য সকল চেষ্টাই চালাবে বার্সেলোনা। 

লাপোর্তা বলেন, `মেসি বর্তমানে অন্যতম সেরা খেলোয়াড়। ক্লাবের সাথে তার দারুণ সম্পর্ক। আমার বিশ্বাস রয়েছে মেসি বার্সেলোনায়ই থাকবে। আমরা আমাদের সেরাটারও বেশি চেষ্টা করব তাকে দলে রাখার জন্য।` 

একই সাথে বিলবাওয়ের বিপক্ষে জয়ের মাধ্যমে কোপা দেল রে জয়ে দারুণ খুশি হুয়ান লাপোর্তাও। দলের সবার জয়ের জন্য যে ক্ষুদা সেটিই দলকে শিরোপা জিততে সাহায্য করেছে বলে অভিমত তার। প্রেসিডেন্ট বলেন, `মেসি দারুণ একটি দলের মাঝে আছে।  ট্রফি জয়ের জন্য খেলোয়াড়েরা মুখিয়ে ছিল এবং তা তারা করে দেখিয়েছে। দারুণ একটি দলের বিপক্ষে ফাইনালে অসাধারণ জয় পেলাম আমরা। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

৩৯ বছর পর সেমিফাইনালে লেস্টার সিটি, প্রতিপক্ষ সাউদাম্পটন

৩৯ বছর পর সেমিফাইনালে লেস্টার সিটি, প্রতিপক্ষ সাউদাম্পটন

বিলবাওকে বিধ্বস্ত করে বার্সেলোনার শিরোপা জয়

বিলবাওকে বিধ্বস্ত করে বার্সেলোনার শিরোপা জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরল নরউইচ সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরল নরউইচ সিটি

পকেট খরচে প্রতিষ্ঠান চালাচ্ছেন নেইমার

পকেট খরচে প্রতিষ্ঠান চালাচ্ছেন নেইমার