নিষিদ্ধই থাকছেন কোম্যান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৯ এএম, ০৭ মে ২০২১
নিষিদ্ধই থাকছেন কোম্যান

রোনাল্ড কোম্যানের লাল কার্ডের বিরুদ্ধের আপিল করার পরও কোনো লাভ হলো না বার্সেলোনার। আগের দুই ম্যাচের জন্য নিষিদ্ধই বলবৎ রয়েছে। লা লিগায় গ্রানাডার বিপক্ষে ম্যাচে অফিসিয়ালকে বাজে মন্তব্য করে লাল কার্ড দেখেছিলেন তিনি।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে চতুর্থ ম্যাচ অফিসিয়ালকে ‘কী এক চরিত্র’ বলায় লাল কার্ড দেখেন রোনাল্ড কোম্যান। ওই লাল কার্ডের ফলে ডাগ আউটে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় বার্সা বস কোম্যানকে।

বুধবার (৫ মে) শাস্তির বিপক্ষে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে আপিল করেছিল বার্সেলোনা। তবে ওই আপিল আবেদন খারিজ করে দিয়েছে স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

ডাচ ম্যানেজারকে ছাড়া অ্যাথলেটিকো ম্যাদ্রিদের বিপক্ষে মাঠে নামতে হবে বার্সেলোনা। শনিবার (৮ মে) ক্যাম্প ন্যুতে এ ম্যাচ অনুষ্ঠিত হবে।

লা লিগায় এখন পর্যন্ত ৭৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে অবস্থান করছে বার্সেলোনা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদ ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বেশি ফুটবলার নিবন্ধনের সুযোগ পাচ্ছে ইউরোর দেশগুলো

বেশি ফুটবলার নিবন্ধনের সুযোগ পাচ্ছে ইউরোর দেশগুলো

প্যারেডিসকে `ছাপার অযোগ্য ভাষায়` গালি দিয়েছে রেফারি

প্যারেডিসকে `ছাপার অযোগ্য ভাষায়` গালি দিয়েছে রেফারি

সেমিফাইনালেই বিদায় রিয়ালের, ফাইনালে দুই ইংলিশ ক্লাব

সেমিফাইনালেই বিদায় রিয়ালের, ফাইনালে দুই ইংলিশ ক্লাব

ডোমিঙ্গোকে ‘বলির পাঠা’ বানাতে চান না সুজন

ডোমিঙ্গোকে ‘বলির পাঠা’ বানাতে চান না সুজন