ক্যাম্প ত্যাগ করলেন গোলকিপার রানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৯ এএম, ১৯ মে ২০২১
ক্যাম্প ত্যাগ করলেন গোলকিপার রানা

কাতার বিশ্বকাপ বাছাইপর্ব ও এশিয়ান কাপকে সামনে রেখে দ্বিতীয় দিনের মত  দলগত অনুশীলন করে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে এদিনই জাতীয় দলের ক্যাম্প থেকে বিদায় নিতে হয় অভিজ্ঞ গোলরক্ষক আশরাফুল রানাকে। গুরুত্বপূর্ণ ৩ ম্যাচকে সামনে রেখে নিজেকে ফিট করার চেস্টা করলেও পেরে উঠেননি রানা। 

মঙ্গলবার (১৮ মে) জাতীয় দলের ক্যাম্প ত্যাগ করার ব্যাপারটি নিশ্চিত করেন আশরাফুল রানা নিজেই। নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে তিনি এ তথ্য জানান। একই সাথে বাংলাদেশ দলকে শুভ কামনা জানান এই অভিজ্ঞ গোলকিপার। 

আশরাফুল রানা লিখেন, 'কিছুটা ইনজুরি থাকা সত্ত্বেও জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলাম। পুরোপুরি সেরে উঠতে আমার আরও সময় লাগবে। কোচ এবং ডাক্তারের পরামর্শে জাতীয় দলের ক্যাম্প ছাড়ছি। আমার জন্য দোয়া করবেন যেন দ্রুত মাঠে ফিরতে পারি আবারও।' 

৩৩ বছর বয়সী এই গোলকিপার তার ক্যারিয়ারে বাংলাদেশের বড় বড় ক্লাবগুলোতেই খেলেছেন। ২০১৫ সাল থেকেই জাতীয় দলের নিয়মিত মুখ এই রানা। ক্লাব ক্যারিয়ারে তিনি ঢাকা মোহামেডান, চট্টগ্রাম আবাহনী, সাইফ স্পোর্টিং ক্লাব ও শেখ রাসেলের মতো বড় দলগুলোতে খেলেছেন। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

জয় আমাদেরই হবে : জামাল ভূঁইয়া

জয় আমাদেরই হবে : জামাল ভূঁইয়া

ফিলিস্তিনের পক্ষ নেয়ায় অখুশি স্পন্সর, ক্লাবের সমর্থন পেল এলনেনি

ফিলিস্তিনের পক্ষ নেয়ায় অখুশি স্পন্সর, ক্লাবের সমর্থন পেল এলনেনি

ইউরো কাপে স্টেগানকে পাচ্ছে না জার্মানি

ইউরো কাপে স্টেগানকে পাচ্ছে না জার্মানি

বাদ পড়তে পারেন কোম্যান, আলোচনায় জাভি

বাদ পড়তে পারেন কোম্যান, আলোচনায় জাভি