এমবাপের পরবর্তী গন্তব্য কোথায়?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৩ এএম, ২৩ মে ২০২১
এমবাপের পরবর্তী গন্তব্য কোথায়?

ফুটবলার পাড়ার বর্তমানে সবচেয়ে গুঞ্জন পিএসজির ফরাসি তারকা ক্যালিয়েইন এমবাপেকে নিয়ে। গুঞ্জন উঠে আছে, মৌসুম শেষে রিয়াল মাদ্রিদে যোগ দিবেন এই ফুটবলার। শেষ পর্যন্ত কি রিয়ালেই চলে যাবেন তিনি নাকি থেকে যাবেন পিএসজিতেই।

চুক্তি অনুযায়ী পিএসজির সাথে আরও এক বছরের চুক্তি রয়েছে এমবাপের। ২৫ মিলিয়ন ইউরোতে বর্তমানে তিনি খেলছেন। এমবাপের দাবি, তাকে নেইমারের কাছাকাছি পরিমাণ অর্থ দিতে হবে অন্যথায় পাড়ি জমাবেন মাদ্রিদে। 

বর্তমানে ৩৬ মিলিয়ন ইউরোতে পিএসজিতে আছেন নেইমার। এমবাপের দাবি অনুযায়ী তাকেও নেইমারের কাছাকাছি অর্থ দিতে হবে। অন্যথায় রিয়ালে যোগ দেয়ারও হুঙ্কার দেন তিনি। 

তবে, বর্তমান পরিস্থিতি বলছে ভিন্ন কথা। কোভিডের কারণে সকল ক্লাবই আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছে, বাদ পড়ে নি রিয়াল মাদ্রিদও। বর্তমান অবস্থায় রিয়াল মাদ্রিদ এত বিশাল পরিমাণ অর্থ দিয়ে এমবাপেকে দলে ভেড়াবে কিনা তা প্রশ্নই থেকে যায়। 

তাছাড়া রিয়াল মাদ্রিদ এমবাপের জন ২৫ মিলিয়ন ইউরোর বেশিও দিবে না। যদিও এমবাপে জানিয়েছেন, ২৫ মিলিয়ন ইউরো দিলেও তিনি রিয়ালে চলে যাবেন। কারণ তিনি বেশি বেশি শিরোপা জিততে চান। 

অন্যদিকে, পিএসজি যদি এমবাপের সাথে নতুন করে চুক্তি করে নিশ্চিতভাবেই ২৫ মিলিয়ন ইউরোর বেশি পাবে এমবাপে। ফলে আবার পিএসজিতে থাকারই সম্ভাবনা বেশি এই ফরাসি ফুটবলারের। 

পিএসজি এবং রিয়াল মাদ্রিদের মধ্যে কোন দল শেষ পর্যন্ত এমবাপেকে নিজেদের করে নিতে পারে সেটি জানতে অপেক্ষা করতে হবে জুলাই পর্যন্ত। কারণ, ইউরো কাপের পরই এমবাপে নিজের গন্তব্য ঠিক করবে বলে জানা গেছে। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

অর্থের অভাবে আগুয়েরোতেই আস্থা বার্সার

অর্থের অভাবে আগুয়েরোতেই আস্থা বার্সার

মৌসুমের শেষ ম্যাচে মেসিকে পাচ্ছে না বার্সেলোনা

মৌসুমের শেষ ম্যাচে মেসিকে পাচ্ছে না বার্সেলোনা

২০২৩ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক তাসমান পাড়ের দুই দেশ

২০২৩ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক তাসমান পাড়ের দুই দেশ

বার্সার কোচ হতেই কি ব্রাজিলকে 'না' জাভির

বার্সার কোচ হতেই কি ব্রাজিলকে 'না' জাভির