২০২৩ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক তাসমান পাড়ের দুই দেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩২ এএম, ২২ মে ২০২১
২০২৩ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক তাসমান পাড়ের দুই দেশ

২০২৩ নারী ফুটবল বিশ্বকাপের জন্য আয়োজক দেশের নাম ঘোষণা করেছে ফিফা। ২০২৩ আসরের জন্য আয়োজক দেশ নির্বাচিত হয়েছে তাসমান পাড়ের দুই দেশ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।

২০২৩ সালের নারী বিশ্বকাপ আয়োজনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে ২০ জুলাই থেকে ২০ আগস্ট। এছাড়া একই বছরেরর ফেব্রুয়ারিতে আন্ত কনফেডারেশন প্লে অফ অনুষ্ঠিত হবে। আন্ত কনফেডারেশন কোয়ালিফিকেশন রাউন্ডের মাধ্যমে নির্বাচিত হবে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করা সর্বশেষ তিন দলের নাম।

২০২৩ নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের ইডেন পার্কে আর ফাইনাল হবে অস্ট্রেলিয়ার সিডনি শহরের সিডনি স্টেডিয়ামে।

২০২৩ বিশ্বকাপে প্রথমবারে মত নারী ফুটবল বিশ্বকাপে ৩২ দল অংশ গ্রহণ করবে। ৩২ দলের এ আসর অনুষ্ঠিত হবে নয়টি শহরে। এর মধ্যে পাঁচটি শহর অস্ট্রেলিয়ায় এবং চারটি শহর নিউজিল্যান্ডে। আয়োজক শহরগুলো হল- সিডনি, মেলবোর্ন,ব্রিসবেন, অ্যাডিলেড, পার্থ (অস্ট্রেলিয়া), অকল্যান্ড, ডানেডিন, হ্যামিল্টন এবং ওয়েলিংটন (নিউজিল্যান্ড)।

চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র নারী ফুটবল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কোপা আমেরিকার সহ আয়োজক হিসেবে থাকছে না কলম্বিয়া

কোপা আমেরিকার সহ আয়োজক হিসেবে থাকছে না কলম্বিয়া

বার্সার কোচ হতেই কি ব্রাজিলকে 'না' জাভির

বার্সার কোচ হতেই কি ব্রাজিলকে 'না' জাভির

দুই বছর পর পর বিশ্বকাপ চায় সৌদি আরব

দুই বছর পর পর বিশ্বকাপ চায় সৌদি আরব

পাঁচ বছর পর ফ্রান্স দলে বেনজেমা

পাঁচ বছর পর ফ্রান্স দলে বেনজেমা