কলম্বিয়ার পর আর্জেন্টিনা থেকেও সরে যাচ্ছে কোপা আমেরিকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫০ পিএম, ২৭ মে ২০২১
কলম্বিয়ার পর আর্জেন্টিনা থেকেও সরে যাচ্ছে কোপা আমেরিকা

রাজনৈতিক অস্থিরতার কারণে কলম্বিয়ায় আয়োজন সম্ভব হয়নি এবারের কোপা আমেরিকা। ফলে ধারণা করা হচ্ছিল আর্জেন্টিনাতেই বসতে যাচ্ছে কোপার আসর। তবে, এবার আর্জেন্টিনায় কোপা আমেরিকা মাঠে গড়ানো নিয়েও জেগেছে সংশয়। আর্জেন্টিনার বর্তমান পরিস্থিতে সেদেশে কোপা আমেরিকা সম্ভব নয়, তাই যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা আয়োজনের কথা ভাবা হচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যম গোল ডট কমে প্রকাশিত খবর অনুযায়ী, গত বছরই যৌথ ভাবে আর্জেন্টিনা ও কলম্বিয়ায় হওয়ার কথা ছিল কোপা আমেরিকার আসরটি। তবে, করোনা ভাইরাসের প্রভাবে এ বছর আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। তাতেও ঝামেলায় পড়তে হলো আয়োজকদের।

আরও পড়ুন: দর্শকদের উপস্থিতিতে হবে স্পেন-পর্তুগাল ম্যাচ

কলম্বিয়ার ব্লু রেডিওর তথ্য অনুযায়ী, আর্জেন্টিনা থেকে সরে এবারের আসর যুক্তরাষ্ট্রে বসার সম্ভাবনাই বেশি। এর আগে ২০১৬ সালেও যুক্তরাষ্ট্রে মাঠে গড়িয়েছিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় এই আসরটি।

আরও পড়ুন: পুরনো ক্লাবেই কি যাচ্ছেন রোনালদো?

সেবার আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল চিলি। এদিকে, কোপা আমেরিকায় অংশগ্রহণের জন্য ইতিমধ্যেই স্পেন ছেড়ে আর্জেন্টিনা গিয়েছেন লিওনেল মেসি। নিজ দেশের পরিচিত কন্ডিশনকে কাজে লাগিয়ে শিরোপা জয়ই মূল লক্ষ্য ছিল মেসিদের। তবে যুক্তরাষ্ট্রে উক্ত টুর্নামেন্ট সরে গেলে তা সুখকর হবে না মেসিদের জন্য।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রস্তুতির ঘাটতি রেখেই কাতার যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল

প্রস্তুতির ঘাটতি রেখেই কাতার যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল

শ্বাসরুদ্ধকর ফাইনাল, ম্যানইউকে হারিয়ে ভিলারিয়ালের শিরোপা

শ্বাসরুদ্ধকর ফাইনাল, ম্যানইউকে হারিয়ে ভিলারিয়ালের শিরোপা

দর্শকশূন্য মাঠে বিসিএল আয়োজনের সিদ্ধান্ত বাফুফের

দর্শকশূন্য মাঠে বিসিএল আয়োজনের সিদ্ধান্ত বাফুফের

ইন্টার মিলান ছাড়ছেন কোচ কন্তে

ইন্টার মিলান ছাড়ছেন কোচ কন্তে