ভারত-আফগানিস্তানের সাথে একই হোটেলে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৪ পিএম, ৩১ মে ২০২১
ভারত-আফগানিস্তানের সাথে একই হোটেলে বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইপর্ব ও এএফসি এশিয়ান কাপের ম্যাচে খেলতে কাতারে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেখানে প্রথম করোনার পরীক্ষার পর দ্বিতীয়টাতেও সকলেই নেগেটিভ হয়েছে। এছাড়া কাতারে বাংলাদেশসহ আফগানিস্তান ও ভারত ফুটবল দল একই হোটেলে অবস্থান করছে।
 

কাতারে পৌঁছে প্রথম ফলাফল নেগেটিভ আসার পরেই অনুশীলনে নেমে পড়ে বাংলাদেশ দল। দ্বিতীয় দফায়ও সকলের ফলাফল নেগেটিভ আসায় স্বস্তি বাংলাদেশ শিবিরে। কঠিন ম্যাচকে সামনে রেখে অনুশীলনেও চলছে জোর প্রস্তুতি। বিশেষ করে ডিফেন্ডার এবং গোলকিপারদের প্রস্তুত করা হচ্ছে প্রতিপক্ষের আক্রমণ নস্যাৎ করার জন্য।

কোভিডের কারণে কাতারে একই হোটেলে অবস্থান করছে বাংলাদেশ দুই প্রতিপক্ষ ভারত ও আফগানিস্তান। হোটেল ইজদান প্যালেসে বর্তমানে রয়েছে এই তিন দল।

এদিকে, রবিবারও অনুশীলনে ঘাম ঝরিয়েছে বাংলাদেশ দল। স্থানীয় সময় বিকেলে কাতার বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলনে নামে বাংলাদেশ দল। প্রায় দুই ঘন্টা ব্যাপী চলা অনুশীলনে কোচ ছোটখাটো ভুলগুলো নিয়েই কাজ করেছেন।

কাতারের ৪২-৪৫ ডিগ্রি তাপমাত্রায় কঠোর অনুশীলন করে বাকি ম্যাচগুলোতে ভালো কিছু দেয়ার প্রত্যয় পুরো বাংলাদেশ দলের মাঝে।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কাতারে জামাল ভূঁইয়াদের অনুশীলন

কাতারে জামাল ভূঁইয়াদের অনুশীলন

সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপ স্থগিত

সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপ স্থগিত

বিশ্বকাপকে সামনে রেখে ফিফার নতুন সিদ্ধান্ত

বিশ্বকাপকে সামনে রেখে ফিফার নতুন সিদ্ধান্ত

চেলসির মাথায় উঠলো ইউরোপ সেরার দ্বিতীয় মুকুট

চেলসির মাথায় উঠলো ইউরোপ সেরার দ্বিতীয় মুকুট