ক্লাব আমার উপর ভরসা হারিয়ে ফেলেছিল : জিদান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪০ এএম, ০১ জুন ২০২১
ক্লাব আমার উপর ভরসা হারিয়ে ফেলেছিল : জিদান

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েও মেয়াদ পূর্ণ হবার আগেই দায়িত্ব ছেড়েছেন রিয়াল মাদ্রিদ বস জিনেদিন জিদান। কিন্তু রিয়াল ছাড়লেন তা নিয়ে আগ্রহের শেষ নেই ভক্তকূলের মধ্যে। তাই এক খোলা চিঠি দিয়ে সব প্রশ্নের উওর দিয়েছেন তিনি। স্প্যানিশ গণমাধ্যমে এ খোলা চিঠি প্রকাশিত হয়েছে।

দলকে খাদের কিনারা থেকে উদ্ধার করার জন্য বার বারই রিয়াল ভরসা রেখেছে জিদানের উপর। প্রথমবার সে আস্থার পূর্ণ প্রতিদান দিতে পারলেও দ্বিতীয় মেয়াদে দলকে সেরকম সাফল্য এনে দিতে পারেননি তিনি। দ্বিতীয় মেয়াদের শেষ মৌসুমে দলকে কোনো শিরোপায় জেতাতেই পারেননি তিনি।

শিরোপা জেতাতে না পারার ব্যর্থতা নিয়েই রিয়াল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান, তিনি তার খোলা চিঠিতে জানান,‘আমি সরে যাচ্ছি, আমি কোচিং করাতে ক্লান্ত নই।’

ক্লাব ছাড়ার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন,‘আমি ক্লাব থেকে চলে যাচ্ছি কারণ তারা আমার উপর আর আস্থা রাখতে পারছে না। ক্লাবের সাথে দীর্ঘসময় কাজ করার মত যথেষ্ট সমর্থন আমার কাছে নেই।’

জিদান আরও বলেন, ‘আমি ফুটবল বুঝি এবং রিয়াল মাদ্রিদের মত ক্লাবের চাহিদা বুঝি। আমি জানি কখন জিততে হয় আর কখন ক্লাব ছাড়তে হয়।’

রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম দফায় সফল হলেও দ্বিতীয় মেয়াদে সেই অর্থে কোনো সফলতা নেই তার। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েই দলকে লা লিগা শিরোপা জিয়িয়েছিলন। তবে, দ্বিতীয় মেয়াদের শেষ মৌসুমে ইনজুরিগস্থ একটি দল নিয়ে মৌসুমের শেষ পর্যন্ত ট্রফির জন্য লড়াই করেছিল রিয়াল মাদ্রিদ। তবে ভাগ্য দেবী প্রসন্ন না থাকায় তা আর জেতা হয়ে উঠেনি।

এছাড়াও দলকে দলকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও তুলতে পারেননি তিনি। তাই নিজেকে থেকেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ বিষয়ে জিদান আরও বলেন,‘গত বেশ কিছুদিন ধরে দলের কোচিং প্যানেল এবং বোর্ড প্রেসিডেন্টের সাথে ভালো সম্পর্ক চলছিলো না বলে জানান তিনি।’

সব মিলিয়ে ক্লাবে থাকার জন্য প্রয়োজনীয় সমর্থন পাচ্ছিলেন না জিনেদিন জিদান। এ কারণেই ক্লাব ছাড়ছেন বলে জানিয়েছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইনজুরির কারণে ইউরোতে শঙ্কায় ডি ব্রুইনি

ইনজুরির কারণে ইউরোতে শঙ্কায় ডি ব্রুইনি

নেপোলি ছেড়ে ফিওরেন্টিনার হেড কোচ গাত্তুসো

নেপোলি ছেড়ে ফিওরেন্টিনার হেড কোচ গাত্তুসো

শঙ্কাই সত্যি হলো, সরে গেল কোপা আমেরিকা

শঙ্কাই সত্যি হলো, সরে গেল কোপা আমেরিকা

কাতার গেল ইব্রাহিম, এখনও অনিশ্চিত সুফিল

কাতার গেল ইব্রাহিম, এখনও অনিশ্চিত সুফিল