বাংলাদেশ-ভারত ফুটবল যুদ্ধ আজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫০ পিএম, ০৭ জুন ২০২১
বাংলাদেশ-ভারত ফুটবল যুদ্ধ আজ

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নিজেদের পরবর্তী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। র‍্যাংকিং ব্যবধানে দুই দলের পার্থক্য অনেক থাকলেও ভারতের বিপক্ষে পয়েন্ট পাওয়ার আশায় ফুটবলাররা। নিজেদের সেরা খেলাটা খেললে ভারতের বিপক্ষে জয় অসম্ভব নয় বলে মনে করেন বাংলাদেশের ফুটবলাররা। সোমবার (৭ জুন) বাংলাদেশ সময় রাত ৮টায় কাতারে মুখোমুখি হবে এই দুই দল।

ইনজুরির কারণে বাংলাদেশ দলে পাচ্ছে না মিডফিল্ডার সোহেল রানাকে, অন্যদিকে করোনায় আক্রান্ত হওয়ায় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না ভারতের মিডফিল্ডার থাপারও। দুই দলকেই তাদের সেরা খেলোয়াড়কে ছাড়া মাঠে নামতে হবে।

বাংলাদেশ তাদের সবশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ড্র করতে পারলেও ভারত হার এড়াতে পারেনি এশিয়ার শক্তিশালী দল কাতারের বিপক্ষে। তবে, কাতারের বিপক্ষে ১-০ গোলের পরাজয় প্রমাণ করে ভারতের ডিফেন্ডাররা কতটুকু সামর্থ্যবান ।

 কাতারের বিপক্ষে ভারত যেভাবে খেলেছে, বাংলাদেশের বিপক্ষে আরও আগ্রাসী ভাবে খেলবে ভারত সেটা অনুমেয়ই। আর সেই আভাস দিলেন ভারতের কোচ ইগর স্টিমারও। তিনি বলেন, 'কাতার এশিয়ার সেরা দল তাদের বিরুদ্ধে আমাদের খেলার ধরন ছিল এক রকম। অবশ্যই বাংলাদেশের বিরুদ্ধে হবে অন্য রকম। নতুন দিনে নতুন ম্যাচে সেরাটা দিয়েই পয়েন্ট অর্জন করতে চাই।'

তবে, ভারতের এমন হুংকারে আতংকিত নয় বাংলাদেশের ফুটবলাররা। দলের ফুটবলার সহ হেড কোচ, সহকারী কোচ সকলের মুখেই ছিল পয়েন্ট পাওয়ার প্রত্যয়। বাংলাদেশ দল কি ভারতের বিপক্ষে ইতিবাচক ফল এনে আবারও জাগরণ তৈরি করতে? জানতে অপেক্ষা করতে হবে রাত ৮টা পর্যন্ত...

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রতিপক্ষ ভারত, চিন্তিত নয় বাংলাদেশ

প্রতিপক্ষ ভারত, চিন্তিত নয় বাংলাদেশ

'ভারতের বিপক্ষে পয়েন্ট নিয়ে আসব'

'ভারতের বিপক্ষে পয়েন্ট নিয়ে আসব'

এশিয়ার সবচেয়ে কম বয়সী ফুটবলার বাংলাদেশের রিমন

এশিয়ার সবচেয়ে কম বয়সী ফুটবলার বাংলাদেশের রিমন

করোনাক্রান্ত থাপা, খেলা হচ্ছে না বাংলাদেশের বিপক্ষে

করোনাক্রান্ত থাপা, খেলা হচ্ছে না বাংলাদেশের বিপক্ষে