আর্জেন্টিনা কখনো আমার উপর নির্ভর ছিল না: মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৪ এএম, ১৫ জুন ২০২১
আর্জেন্টিনা কখনো আমার উপর নির্ভর ছিল না: মেসি

ব্রাজিলে শুরু হলো লাতিন ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে ১৪ জুন (সোমবার) রাত ৩টায় চিলির বিপক্ষে মাঠে নামবে মেসিরা। দলের সবচেয়ে বড় তারকা মেসি মনে করেন আর্জেন্টিনা কখনো তার উপর নির্ভর ছিল না। দলগত পারফরম্যান্স করেই ভালো ফল আনা সম্ভব বলেও মনে করেন তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যম ওলেকে দেয়া সাক্ষাৎকারে মেসি জানান, দলগত পারফরম্যান্স ছাড়া সাফল্য পাওয়া সম্ভব নয়। আর্জেন্টিনার কোপা খেলার অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার ভালো কিছু করার প্রত্যয় মেসির।

আরও পড়ুন: আর্জেন্টিনার প্রথম ম্যাচের একাদশ ফাঁস

তিনি বলেন, 'কখনোই জাতীয় দল (আর্জেন্টিনা) আমার উপর নির্ভরশীল ছিল না। আমরা দলগত ভাবে শক্তিশালী হতে চাই। দল হিসেবে আমরা শক্তিশালী না হলে আমাদের লক্ষ্যপূরণ কঠিন হয়ে যাবে।'

মেসি একই সাথে আরও বলেন, 'দলের অধিকাংশ খেলোয়াড়েরাই একসাথে দীর্ঘদিন খেলছে। আমাদের এই টুর্নামেন্টে (কোপা আমেরিকা) খেলার অভিজ্ঞতা রয়েছে। আমার মনে হয় আমরা সঠিক পথেই আছি।'

অন্য যে কোন জায়গায় চেয়ে জাতীয় দলের হয়ে খেলতে পারাটা সব সময়ই অন্যরকম অনুভূতি দেয় বলে জানান মেসি। নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়াটা জরুরি বলে মনে করেন তিনি। কারণ, মেসি মনে করেন প্রথম ম্যাচে পূর্ণ পয়েন্ট পেলে বাকি ম্যাচগুলোর জন্য খেলোয়াড়েরা আরও আত্মবিশ্বাসী থাকবে।

এ প্রসঙ্গে মেসি বলেন, 'জাতীয় দলের অংশ হতে পারাটা সব সময় বিশেষ কিছু। হউক সেটা ফ্রেন্ডলি ম্যাচ কিংবা কোপা আমেরিকা অথবা বিশ্বকাপ। আমি কখনো ভাবি নাই এত ম্যাচ খেলতে পারব। আমি প্রতিদিন হিসেবে করে এগিয়েছি এবং নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছি।'

নিজেদের প্রথম ম্যাচের ব্যাপারে মেসি বলেন, 'আমরা ভালো করছি। কিন্তু প্রথম ম্যাচে জয়টা খুবই দরকার। তবে এটা সহজ হবে না। কারণ, আমরা চিলির বিপক্ষে খেলছি যারা প্রতিপক্ষ হিসেবে বেশ শক্তিশালী।'

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দুর্দান্ত জয়ে কোপা শুরু ব্রাজিলের

দুর্দান্ত জয়ে কোপা শুরু ব্রাজিলের

বিশ্বকাপ ফাইনালিস্টদের হারিয়ে ইতিহাস গড়লো ইংল্যান্ড

বিশ্বকাপ ফাইনালিস্টদের হারিয়ে ইতিহাস গড়লো ইংল্যান্ড

এরিকসন কি আবার ফুটবল খেলতে পারবে?

এরিকসন কি আবার ফুটবল খেলতে পারবে?

পর্তুগাল স্কোয়াডে করোনার থাবা

পর্তুগাল স্কোয়াডে করোনার থাবা