গোল উৎযাপন করে নিষিদ্ধ মার্কো আরনোভিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪২ এএম, ১৭ জুন ২০২১
গোল উৎযাপন করে নিষিদ্ধ মার্কো আরনোভিক

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নর্থ মেসেডোনিয়ার বিপক্ষে গোল করে বাড়াবাড়ি উৎযাপন করেছেন অস্ট্রিয়ার মার্কো আরনোভিক। রোববার ( ১৩ জুন) ইউরোর গ্রুপ সি এর ম্যাচের নর্থ মেসোডোনিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয় পায় অস্ট্রিয়া। এ ম্যাচের ৮৯ মিনিটে গোল করেন আরনোভিক।

৮৯ মিনিটে গোল করার পর মেসেডোনিয়ার গোলরক্ষক স্টোল দিমিত্রাভাস্কির সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ান আরনোভিক। উয়েফার কোড অফ কন্ডাক্ট ১৫ ভাঙার দায়ে এক ম্যাচ নিষিদ্ধ করেছে উয়েফা। বিপক্ষ দলের খেলোয়াড় অপমানিত হওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ শাস্তি পেয়েছেন আরনোভিক।

আরও পড়ুন> নিজেদের জালে বল জড়িয়ে রেকর্ড বুকে শেজনি

ম্যাচ শেষে মাঠের ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন মার্কো আরনোভিক। সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে দেওয়া এক পোস্টে বলেছেন, 'আবেগের বসে আমি খারাপ শব্দ বলেছি। এ জন্য ক্ষমাপ্রার্থী, বিশেষ করে নর্থ মেসিডোনিয়ার বন্ধুদের কাছে।'

তবে ওই সময়ে বর্নবাদী কোনো মন্তব্য করেননি বলে নিশ্চিত করেছেন আরনোভিক। এ বিষয়ে তিনি জানান, 'আমি বর্নবাদী কোনো মন্তব্য করি নাই। আমি বৈচিত্রতা পছন্দ করি, যারা আমাকে চিনে, তারা এ সম্পর্কে বেশ ভালো জানে।'

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কোপা সংশ্লিষ্ট আরও ১১ জন করোনা আক্রান্ত

কোপা সংশ্লিষ্ট আরও ১১ জন করোনা আক্রান্ত

সংবাদ সম্মেলনে এবার বিয়ারের বোতল সরালেন পগবা

সংবাদ সম্মেলনে এবার বিয়ারের বোতল সরালেন পগবা

রোনালদোর রেকর্ডের দিনে পর্তুগালের জয়

রোনালদোর রেকর্ডের দিনে পর্তুগালের জয়

সংবাদ সম্মেলনে কোকের বোতল সরিয়ে দিলেন রোনালদো

সংবাদ সম্মেলনে কোকের বোতল সরিয়ে দিলেন রোনালদো