সব দলের কাছেই আমরা আতঙ্ক হয়ে উঠব : লুকা মদ্রিচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০১ এএম, ২৫ জুন ২০২১
সব দলের কাছেই আমরা আতঙ্ক হয়ে উঠব : লুকা মদ্রিচ

গ্রুপ পর্বেই সবকিছুর স্বাদ পেল ক্রোয়েশিয়া। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে চেক প্রজাতন্ত্রের সঙ্গে ড্র করে ক্রোয়েশিয়া। আর নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলে পা রাখে তারা। শেষ ষোলোতে পা রেখেই এবার হুঙ্কার দিলেন দলটির বড় তারকা লুকা মদ্রিদ।

শেষ ষোলোয় উঠতে পারায় দারুণ খুশি ৩৫ বছর বয়সী এ তারকা। একই সাথে তিনি জানান, প্রথম দুই ম্যাচে খেলোয়াড়েরা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। ক্রোয়েশিয়ার আরও ভালো ফুটবল খেলার সামর্থ্য রয়েছে বলেও জানান তিনি।

মদ্রিচ বলেন, 'দল হিসেবে আমরা দারুণ খুশি। শুধু ম্যাচ জেতাই নয়, দুর্দান্ত খেলে শেষ ষোলোয় যোগ্যতা অর্জন করায়ও। প্রথম দুই ম্যাচে আমরা ভালো খেলতে পারেনি। তবে নিজেদের প্রতি বিশ্বাস ছিলো যে আমরা ভালো করতে পারব।'

শেষ ষোলোতে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ স্পেন। শক্তির বিচারে স্পেন এগিয়ে থাকলেও ছাড় দিতে নারাজ ক্রোয়েশিয়া। বরং সব দলের কাছে এক আতংক হয়ে উঠবে ক্রোয়েশিয়া, এমনটাই বিশ্বাস মদ্রিচের।

তিনি বলেন, ' আমরা যদি আমাদের এই ছন্দ ধরে রাখতে পারি তাহলে সব দলের কাছেই আমরা আতংক হবো।' সোমবার (২৮ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে নামবে স্পেন ও ক্রোয়েশিয়া।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

দেখে নিন ইউরোর শেষ ষোলোর দল এবং সময় সূচি

দেখে নিন ইউরোর শেষ ষোলোর দল এবং সময় সূচি

রোনালদোর বিশ্ব রেকর্ডে পর্তুগালের শেষ রক্ষা

রোনালদোর বিশ্ব রেকর্ডে পর্তুগালের শেষ রক্ষা

বিতর্কিত ম্যাচে ব্রাজিলের জয়

বিতর্কিত ম্যাচে ব্রাজিলের জয়

বিতর্কিত আলোকসজ্জা করতে চায় জার্মানি, উয়েফার না

বিতর্কিত আলোকসজ্জা করতে চায় জার্মানি, উয়েফার না