ইংলিশ সমর্থকদের প্রীতি এফএ নিন্দা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ২৫ মার্চ ২০১৮
ইংলিশ সমর্থকদের প্রীতি এফএ নিন্দা

নেদারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের প্রীতি ম্যাচে এ্যামাস্টারডামে ইংলিশ সমর্থকদের অপ্রীতিকর ঘটনার নিন্দা জানিয়েছে ফুটবল এসোসিয়েশন।

এই ঘটনায় দুইদিনে একশ’রও বেশি ইংলিশ সমর্থককে গ্রেফতার করেছে ডাচ পুলিশ। শুক্রবার এ্যামাস্টারডামের ইয়োহান ক্রুইফ এরিনায় স্বাগতিক নেদারল্যান্ডকে ১-০ গোলে পরাজিত করে গ্যারেথ সাউথগেটের দল। ম্যাচ শুরু হবার আগে স্টেডিয়ামের ভিতরে অল্প কিছু সংখ্যক ইংলিশ সমর্থক স্বাগতিকদের জাতীয় সঙ্গীতের সময় অবজ্ঞা প্রদর্শন করে, অন্যদিকে একই সময় স্টেডিয়ামের বাইরে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে বেশ কিছু সমর্থক।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এফএ টুইটারে এক বিবৃতিতে বলেছে, ‘এ্যামাস্টারডামে অনাকাক্সিক্ষত ঘটনার জন্য আমরা নিন্দা জানাচ্ছি। সবসময়ই আমরা যেকোন ম্যাচের আগে সমর্থকদের শান্ত থাকা ও প্রতিপক্ষকে শ্রদ্ধা করার অনুরোধ জানাই। সবসময়ের মতই এবারও আমরা যুক্তরাজ্যের ফুটবল পুলিশ ইউনিটের সাথে একত্রিত হয়ে এই ঘটনায় জড়িতদের সনাক্ত ও তাদের যথাযথ বিচারের আওতায় আনার জন্য সব ধরনের সহযোগিতা করবো।


শেয়ার করুন :


আরও পড়ুন

চটেছে অস্ট্রেলিয়া, হুমকিতে স্মিথের অধিনায়কত্ব

চটেছে অস্ট্রেলিয়া, হুমকিতে স্মিথের অধিনায়কত্ব

‘বল টেম্পারিং’ করে ধরা খেয়েছে অস্ট্রেলিয়া

‘বল টেম্পারিং’ করে ধরা খেয়েছে অস্ট্রেলিয়া

চাঁদের সেঞ্চুরিতে রূপগঞ্জকে হারালো শেখ জামাল

চাঁদের সেঞ্চুরিতে রূপগঞ্জকে হারালো শেখ জামাল

স্বাধীনতা দিবসে টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন নান্নু-সুজনরা

স্বাধীনতা দিবসে টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন নান্নু-সুজনরা