প্রয়াত সতীর্থকে ইউরোর শিরোপা উৎসর্গ করলো ইতালি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪১ এএম, ১৪ জুলাই ২০২১
প্রয়াত সতীর্থকে ইউরোর শিরোপা উৎসর্গ করলো ইতালি

প্রায় অর্ধ শতক বছর পর ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের করে নিলো ইতালি। ফাইনালে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে জর্জো কিয়েল্লিনিরা। ইংল্যান্ড থেকে দেশে ফিরেও চলছে শিরোপা নিয়ে উল্লাস, উচ্ছ্বাস। এত আনন্দের মাঝেও ইতালির অধিনায়ক ভুলে যাননি তার সাবেক সতীর্থকে। শিরোপা উৎসর্গতে তিনি স্মরণ করেছেন সাবেক সেই ফুটবলারকেও।

নিজ দেশে শিরোপা হাতে উদযাপনের পর দেশটির রাষ্ট্রপতির উপস্থিতিতে বক্তব্য প্রদানকালে জর্জো কিয়েল্লিনি এই শিরোপা বিশ্বের সকল ইতালির জনগণ, দেশের রাষ্ট্রপতি এবং তার সাবেক সতীর্থ ডেভিড আস্তোরিকে উৎসর্গ করেন।

ইতালির অধিনায়ক তার বক্তব্যে বলেন, 'আমাদের জয় উৎসর্গ করতে চাই গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা ইতালিয়ানদের, যারা আমাদের সবসময় সমর্থন করেছে। পাশাপাশি এই জয় আমি উৎসর্গ করতে চাই ডেভিড আস্তোরিকও কে। সে এখানে আমাদের সঙ্গে থাকলে কী ভালই না হতো! তবে, ওর সঙ্গে সাক্ষাৎ হওয়া সকল ব্যক্তির স্মৃতিতে এবং হৃদয়ে ও এখনও বিরাজমান।'

উল্লেখ্য যে, মাত্র ৩১ বছর বয়সে ২০১৮ সালে দুনিয়া ছেড়ে চলে যান ইতালি ও ফিরোনেন্তিনার ফুটবলার ডেভিড আস্তোরি। হঠাৎ অসুস্থ হয়েই মারা যান বলে জানিয়েছিল তার ক্লাব ফিওরেন্তিনা। সেই মৌসুমে ফিওরেন্তিানার অধিনায়কের দায়িত্বে ছিলেন তিনি। দলের হয়ে ওই মৌসুমে ২৭টি ম্যাচ খেলেন এ ডিফেন্ডার। ইতালির হয়ে ১৪টি ম্যাচ খেলেন আস্তোরি

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বর্ণবাদী ইস্যুতে মুখ খুললেন রাশফোর্ড

বর্ণবাদী ইস্যুতে মুখ খুললেন রাশফোর্ড

ইউরোর সেরা একাদশে জায়গা হয়নি রোনালদোর

ইউরোর সেরা একাদশে জায়গা হয়নি রোনালদোর

ম্যারাডোনাকে কোপার শিরোপা উৎসর্গ

ম্যারাডোনাকে কোপার শিরোপা উৎসর্গ

ফাইনালে হেরে ‘বর্ণবাদের শিকার’ তিন ইংলিশ ফুটবলার

ফাইনালে হেরে ‘বর্ণবাদের শিকার’ তিন ইংলিশ ফুটবলার