অলিম্পিকে পৃথক ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৫ এএম, ২৩ জুলাই ২০২১
অলিম্পিকে পৃথক ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

টোকিও অলিম্পিকের উদ্বোধনের একদিন আগেই শুরু হয়ে যাচ্ছে গেমসের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট ফুটবল। আর ফুটবলের উদ্বোধনী দিনেই মুখোমুখি হচ্ছে গতবারের দুই ফাইনালিস্ট ব্রাজিল এবং জার্মানি। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।

ব্রাজিল এবং জার্মানি যখন মাঠে খেলবে ঠিক একই সময়ে ‘এ’ গ্রুপে মেক্সিকো মুখোমুখি হবে ফ্রান্স। ব্রাজিল এবং জার্মানি খেলছে ‘ডি’ গ্রুপে। এ গ্রুপের অন্য দুই দল হলো- আইভরি কোস্ট এবং সৌদি আরব।

স্বর্ণ জয়ের মিশনে গতবার ব্রাজিল নেইমারকে দলে রাখলেও এবার আর রাখা হয়নি। ফলে দানি আলভেজের কাঁধে পড়ছে নেতৃত্বের ভার। সর্বশেষ কোপা আমেরিকায় খেলা ব্রাজিল দলের রিচার্লিসনকেই কেবল রাখা হয়েছে অলিম্পিক ফুটবল দলে। কোচের দায়িত্ব পালন করছেন আন্দ্রে জার্দিন।

এদিকে, লিওনেল মেসির দেশ আর্জেন্টিনাও মাঠে নামছে আজ। বাংলাদেশ সময় আজ বিকেল সাড়ে ৪টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে লা আলবেসেলেস্তারা। সাপোরোর সাপোরো ডোমে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

স্পেনের বিপক্ষে আর্জেন্টিনাকে বেশ কঠিন পরীক্ষাই দিতে হবে। ‘সি’ গ্রুপে তাদের অন্যতম প্রতিপক্ষ হচ্ছে স্পেন। আর অন্য প্রতিপক্ষ হলো মিসর।

২০০৮ সালে বেইজিং অলিম্পিকে মেসির হাত ধরে অলিম্পিকের স্বর্ণ জিতেছিল আর্জেন্টাইনরা। এবার নেহুয়েন পেরেজের নেতৃত্বে স্বর্ণ জয়ের মিশনে জাপান পাঠানো হয়েছে আর্জেন্টিনা অলিম্পিক ফুটবল দলকে। কোচ হচ্ছেন ফার্নান্দো বাতিস্তা।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ মুহূর্তেও ‘বাতিল’ হতে পারে অলিম্পিক

শেষ মুহূর্তেও ‘বাতিল’ হতে পারে অলিম্পিক

উদ্বোধনী দিনেই অলিম্পিকে মাঠে নামছেন রোমান সানা

উদ্বোধনী দিনেই অলিম্পিকে মাঠে নামছেন রোমান সানা

বয়স নিয়ে চিন্তিত হলেও এখনই অবসর ভাবনায় নেই সানিয়া মির্জা

বয়স নিয়ে চিন্তিত হলেও এখনই অবসর ভাবনায় নেই সানিয়া মির্জা

অলিম্পিকে সম্মাননা পাচ্ছেন ড. ইউনূস

অলিম্পিকে সম্মাননা পাচ্ছেন ড. ইউনূস