মেসিকে ছাড়াই সামনে এগিয়ে যেতে হবে : কোম্যান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫২ এএম, ১০ আগস্ট ২০২১
মেসিকে ছাড়াই সামনে এগিয়ে যেতে হবে : কোম্যান

লা লিগার ফেয়ার প্লে নিয়মের শিকার হয়ে বার্সেলোনা ছেড়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। বার্সেলোনা বস রোনাল্ড কোম্যান বলছেন মেসিকেই ছাড়াই এখন সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করতে পারে। মেসির জায়গায় খেলার মতো ফুটবলার বার্সেলোনা দলে আছে।

লিওনেল মেসিকে ছাড়া বার্সেলোনা, এ বিষয়টি সবার কাছেই ছিল অকল্পনীয় ব্যাপার। ২১ বছরের সম্পর্কের ইতি টেনে চলে গেছেন লিওনেল মেসি। বেশিরভাগ সমর্থকরা বিষয়টি এখনও মেনে না নিতে পারলেও বার্সা বস রোন্যাল্ড কোম্যান সব ভুলে সামনে তাকাতে চান।

মেসির বিদায় ভাষণের কয়েক ঘন্টা পর ন্যু ক্যাম্পে জুয়ান গাম্পার ট্রফিতে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে মুখোমুখি হয় বার্সেলোনা। সে ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসকে উড়িয়ে দেয় মেসিহীন বার্সেলোনা।

এ ম্যাচ শেষে কথা বলেন বার্সেলোনা ম্যানেজার রোন্যাল্ড কোম্যান। তিনি বলেন, ‘মেসির মতো ফুটবলার যখন ক্লাব ছাড়ে, তখন সবার জন্য পরিস্থিতি একটু কঠিন হবে। এটা স্বাভাবিক ব্যাপার। তবে আমাদের সবাইকে সামনের দিকে তাকাতে হবে। আমরা চাইলেও আর মেসিকে ফিরিয়ে আনতে পারবো না বা পরিস্থিতি বদলাবে না।’

কোম্যান আরও জানান, ‘আমাদেরকে ভালো খেলতে হবে এবং ম্যাচ জিততে হবে। আরও বেশি পরিশ্রম করতে হবে। দলের আরও ফুটবলার আছে যারা কিনা মেসির জায়গায় খেলতে পারবে। আমারদের দলে মেসি নেই তবে তাকে ছাড়াই এগিয়ে যেতে হবে।’

মেসি ছাড়াও বার্সেলোনা এগিয়ে যেতে পারবে বলে বিশ্বাস করেন কোম্যান। ২০২১-২২ মৌসুমের আগে দলে যোগ দেওয়া ডাচ ফরওয়ার্ড মেম্ফিস ডিপাইকে নিয়ে আশাবাদী তিনি। বলেন, ‘আমরা মেম্ফিসকে দলে এনেছি। আজকে দেখিয়েছে ও কতটা কার্যকরী।’

এছাড়াও বার্সেলোনার মিডফিল্ড নিয়েও কথা বলেন তিনি। জানান, আমাদের মিডফিল্ডারদের আরও বেশি গোল করতে হবে, আরও উন্নতি করতে হবে।

২০২১-২২ মৌসুমের লড়াইয়ে নামার আগে অতীত নিয়ে পড়ে থাকতে চাননা এ ডাচ ম্যান। তিনি বলেন, ‘অতীতের জন্য দুঃখপ্রকাশ করে লাভ নেই। এখানে অনেক সম্ভাবনাময় ফুটবলার আছে। প্রথম ম্যাচে লড়ার জন্য আমরা প্রস্তুত।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দুই মাসের জন্য মাঠের বাইরে আগুয়েরো

দুই মাসের জন্য মাঠের বাইরে আগুয়েরো

বার্সেলোনার নতুন অধিনায়ক সার্জিও বুসকেটস

বার্সেলোনার নতুন অধিনায়ক সার্জিও বুসকেটস

মেসিকে পেতে পিএসজির নতুন পরিকল্পনা

মেসিকে পেতে পিএসজির নতুন পরিকল্পনা

আলভেসের ‘কাছাকাছি’ যেতে চান মেসি!

আলভেসের ‘কাছাকাছি’ যেতে চান মেসি!