মেসিকে বিদায় দিলেও অনুশোচনা নেই বার্সা সভাপতি লাপোর্তের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৭ এএম, ০৮ মার্চ ২০২২
মেসিকে বিদায় দিলেও অনুশোচনা নেই বার্সা সভাপতি লাপোর্তের

চলতি ২০২১-২২ মৌসুমের শুরুতেই স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। মূলত স্প্যানিশ লা লিগার ফেয়ার প্লে নিয়মের কারণে তাকে দলে রাখতে পারেনি বার্সেলোনা। মেসি চলে যাওয়া বার্সেলোনার সবচেয়ে বাজে সিদ্ধান্ত হলেও এ নিয়ে কোনো ধরনের অনুশোচনা নেই বলে জানিয়েছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তে।

মেসিকে ক্লাবে ধরে রাখতে না পারায় বেশ সমালোচনার মুখে পড়েছিল বার্সেলোনা সভাপতি লাপোর্তে। মেসির চলে যাওয়া বাজে সিদ্ধান্ত হলেও এ নিয়ে কোনো ধরনের অনুশোচনা হয়নি বলে জানিয়েছেন বার্সেলোনা সভাপতি।

তিনি বলেন, ‘এটা সবচেয়ে বাজে সিদ্ধান্ত ছিল। আমি এটা করতে চাইনি। তবে সবকিছুর উপরে ক্লাব থাকবে। সেরা খেলোয়াড়দের ক্ষেত্রেও কঠিন সিদ্ধান্ত নিতে হয়।’

লাপোর্তে আরও বলেন, ‘এই ঘটনার পরও বার্সেলোনার ইতিহাস এগিয়ে যাবে। সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আমরা সাফল্যের পথ খুঁজে নিবো। এটাই আমরা করছি।’

মেসির বিদায়ের পরপরই নিজেদের হারিয়ে খুঁজছিল বার্সেলোনা। আর দলের একের পর এক বাজে পারফর্মেন্সের জন্য কোচ পদ থেকে ছাটাই হন কোচ রোন্যাল্ড কোম্যান।

কোম্যানকে সরিয়ে দেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘ প্রথম মৌসুমের পরই তাকে নিয়ে আমার শঙ্কা তৈরি হয়েছিল। তবে আমরা তাকে সম্মান করি। খেলোয়াড় হিসেবে ওয়েম্বলিতে তার করা গোলটার কথা মনে রাখতেই হবে। এছাড়াও কোচ হিসেবে তরুন ফুটবলারদের খেলানোর শিক্ষা তাদের কাছ থেকেই পেয়েছি। সে কষ্ট পেলেও ক্লাব নিজের মতো চলবে।’

কোম্যানকে সরিয়ে বার্সেলোনার ডাগ আউটে বসেন ক্লাবটির কিংবদন্তি সাবেক ফুটবলার জাভি হার্নান্দেজ। কোচ হিসেবে জাভির উপর আস্থা রাখতে চান হুয়ান লাপোর্তে।

তার ভাষ্যমতে, ‘সে ক্লাবকে ভালোবাসে, ক্লাবের সিদ্ধান্ত তাকে ব্যক্তিগতভাবে প্রভাবিত করে না। সে ক্লাবকে অনেকদিন সার্ভিস দিতে পারবে বলে মনে করি।’

লিওনেল মেসির বিদায়ের পর তরুণদের মধ্যে কে কে বার্সেলোনার হাল ধরবেন? এই প্রশ্নের উত্তরে নাম এসেছে পেদ্রি, আনসু ফাতি, নিকো গঞ্জালেস, গাভি, আওরাহোর মতো তরুণদের। এর মধ্যে আনসু ফাতি, নিকো গঞ্জালেস, পেদ্রির সাথে চুক্তি নবায়ন করলেও এখনও গাভি এবং আওরাহোর সাথে চুক্তি নবায়ন করতে পারেনি।

এ বিষয়ে লাপোর্তের ভাবনা, ‘আমরা তাদেরকে মূল দলে নিয়ে এসেছি। তারা সেখানে ভালো পারফর্ম করছে। আশা করি তারা ভালো খেলবে। যদি কোনো ফুটবলার বার্সেলোনায় থাকতে চায়, তারা থাকতে পারবে। পেদ্রি, (নিকো) গঞ্জালেস এবং আনসু ফাতির মতো বাকিরাও খুব শীঘ্রই চুক্তি করবে বলে আশাবাদী।’

চারদিকে গুঞ্জন আছে বুরুশিয়া ডর্টমুন্ড থেকে বার্সেলোনায় যোগ দিবেন নরওয়েজিয়ান তারকা আর্লিং হল্যান্ড। তবে সে বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ তিনি। 

নতুন  মৌসুমের দল-বদলের আগে ক্লাবের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কিছুই বলতে চান না হুয়ান লাপোর্তে। তিনি বলেন, ‘ আমরা আগেই বিভিন্ন খেলোয়াড়দের সম্পর্কে কথা বলে তাদের দাম বাড়িয়ে দেই। আমরা নিজেদের পরিকল্পনামাফিক কাজ করে যাচ্ছি।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অবহেলিত হওয়ার ‘ভয়ে’ বার্সেলোনায় যাননি বুফন

অবহেলিত হওয়ার ‘ভয়ে’ বার্সেলোনায় যাননি বুফন

পেদ্রির চেয়ে সম্ভাবনাময় তরুণ বিশ্ব ফুটবলে আর নেই : জাভি

পেদ্রির চেয়ে সম্ভাবনাময় তরুণ বিশ্ব ফুটবলে আর নেই : জাভি

সমালোচনাকে এক সেকেন্ডেই ‘খেয়ে ফেলতে’ পারেন মেসি : সেস ফ্যাব্রেগাস

সমালোচনাকে এক সেকেন্ডেই ‘খেয়ে ফেলতে’ পারেন মেসি : সেস ফ্যাব্রেগাস

চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়া বার্সেলোনার মূল লক্ষ্য : জাভি

চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়া বার্সেলোনার মূল লক্ষ্য : জাভি