মেসি এখন পিএসজির, চুক্তিতে স্বাক্ষর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৮ পিএম, ১১ আগস্ট ২০২১
মেসি এখন পিএসজির, চুক্তিতে স্বাক্ষর

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিটা সেরে ফেললে লিওনেল মেসি। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টার পর (বাংলাদেশ সময় রাত ২টা) পিএসজি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে দুই পক্ষের মাঝে চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছে। চুক্তি সাক্ষরের সময় দলের চেয়ারম্যান নাসের আল খেলাইফি উপস্থিত ছিলেন।

প্রাথমিকভাবে পিএসজির সাথে দুই বছরের চুক্তিবদ্ধ হয়েছেন মেসি। অর্থাৎ, ২০২৩ সালের জুন পর্যন্ত পিএসজিতে থাকছেন এ ফুটবল যাদুকর। তবে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেওয়ায় মেসির বর্তমান চুক্তিতে ট্রান্সফার ফির কোনো বালাই ছিল না। পাশাপাশি তার বেতন-বোনাস সম্পর্কেও পিএসজির বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

তবে বিশ্ব গণমাধ্যমের খবরে জানা গেছে, প্রতি মৌসুমে কর ছাড়া ২৫ মিলিয়ন ইউরো বেতন পাবেন মেসি। অন্যান্য বোনাস মিলিয়ে সংখ্যাটা প্রায় ৩৫ মিলিয়ন ইউরোতে দাঁড়াবে। অর্থাৎ বার্সেলোনা চেয়ে মেসির আয় কমছে না।

বিশ্বের সবচেয়ে দামি দুই ফুটবলার নেইমার ও এমবাপেকে নিয়ে পিএসজির আক্রমণভাগ আগে থেকেই দারুণ শক্তিশালী ছিল। এবার নতুন করে মেসি যোগ দেওয়ায় দলটির আক্রমণত্রয়ী হয়ে উঠবে আরও বিধ্বংসী। বর্তমান ফুটবর বিশ্বে এমন শক্তিশালী দল আর নেই বললেই চলে।

বার্সেলোনার জার্সিতে ২১ বছরের পথচলায় রেকর্ড ৩৫টি শিরোপা জয় করেছেন মেসি। তবে ক্লাবটির হয়ে অধরা ছিল চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন। তবে এবার হয়তো সেই স্বপ্ন পূরণের পালা।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মেসির শেষ দিনে বার্সার ভিডিও প্রকাশ

মেসির শেষ দিনে বার্সার ভিডিও প্রকাশ

মেসির জন্য নতুন জার্সি নম্বর বরাদ্দ করলো পিএসজি

মেসির জন্য নতুন জার্সি নম্বর বরাদ্দ করলো পিএসজি

বার্সেলোনার নতুন অধিনায়ক সার্জিও বুসকেটস

বার্সেলোনার নতুন অধিনায়ক সার্জিও বুসকেটস

বিদায়ের জন্য প্রস্তুত ছিলাম না : মেসি

বিদায়ের জন্য প্রস্তুত ছিলাম না : মেসি