প্রথম বাংলাদেশি নারী রেফারি হিসেবে সালমার অভিষেক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৪ এএম, ১৭ আগস্ট ২০২১
প্রথম বাংলাদেশি নারী রেফারি হিসেবে সালমার অভিষেক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ফিফা সহকারী রেফারি হিসেবে খেলা পরিচালনা করতে নামেন সালমা ইসলাম মনি। প্রিমিয়ার লিগে আরামবাগ ক্রীড়া সংঘ এবং উত্তর বারিধারার ম্যাচে সহকারী রেফারির দায়িত্ব পালন করেন তিনি। এতেই বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথম নারী রেফারি হিসেবে ম্যাচ পরিচালনার কীর্তি গড়লেন সালমা।

সোমবার (১৬ আগস্ট) বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তাফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হয় আরামবাগ এবং উত্তর বারিধারা। এ ম্যাচে সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন সালমা ইসলাম মনি। বাংলাদেশে ম্যাচ পরিচালনায় তিনিই প্রথম নারী রেফারি।

বাংলাদেশের ফুটবল ইতিহাসে ফিফা স্বীকৃত প্রথম নারী রেফারি জয়া চাকমা। তবে তিনি এখনও কোনো ম্যাচ পরিচালনার সুযোগ পাননি। জয়া চাকমা উচ্চশিক্ষা গ্রহণে ভারতে অবস্থান করায় ম্যাচ পরিচালনার সুযোগ পাননি।

সাবেক ফিফা রেফারি এবং ম্যাচ কমিশনার ইব্রাহীম নেছার সালমা ইসলাম মনির দায়িত্ব পালন নিয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘বাংলাদেশের রেফারি এবং ও ফুটবলের জন্য আজ বিশেষ একটি দিন দেশের সর্বোচ্চ পর্যায়ের খেলায় নারীরা রেফারিং করছেন। এটা ফুটবলের জন্য ইতিবাচক বিষয়।’

২০২০ সালে ফিফা রেফারিং পরীক্ষা দেন জয়া চাকমা এবং সালমা ইসলাম মনি। সেবার জয়া চাকমা পাশ করে গেলেও উৎরাতে পারেননি সালমা। তবে এর পরেই সালমাও রেফারিং করার যোগ্যতা অর্জন করেন।

আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করার জন্য সালমা ইসলামকে এএফসি এলিট কোর্সে প্রবেশ করতে হবে। এ কারণে তার ফিটনেস এবং খেলা পরিচালনার ভিডিও চেয়েছে এএফসি।

সাবেক ফিফা রেফারি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হেড অফ রেফারি আজাদ রহমান বলেন, ‘পুরুষদের পাশাপাশি নারীদের রেফারিং নিয়েও আমরা আশাবাদী। জয়া এবং সালমা বেশ সম্ভাবনাময়। সালমার এ ম্যাচ পরিচালনার ফুটেজ এএফসিতে পাঠানো হবে। জয়া উচ্চশিক্ষা নিতে ভারতে আছে। সেখানেই জয়া পরীক্ষা ও প্রস্তুতি হবে।’

জয়া চাকমা এবং সালমা ইসলাম ফিটনেস এবং ম্যাচ পরিচালনায় দক্ষ হলে তাদেরকে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার সুযোগ দিবে এএফসি। পরচালনা করতে পারবেন নারী ফুটবলের শীর্ষ টুর্নামেন্ট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বসুন্ধরা কিংসকে ফিফার অভিনন্দন

বসুন্ধরা কিংসকে ফিফার অভিনন্দন

এএফসি কাপে খেলতে পারবেন না বাংলাদেশি কিংসলে

এএফসি কাপে খেলতে পারবেন না বাংলাদেশি কিংসলে

সেপ্টেম্বরে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে জামাল ভূইয়ারা

সেপ্টেম্বরে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে জামাল ভূইয়ারা

ভূটান সিদ্ধান্ত জানায়নি, পাঁচ দল নিয়েই হবে সাফ

ভূটান সিদ্ধান্ত জানায়নি, পাঁচ দল নিয়েই হবে সাফ