মৌসুমের দ্বিতীয় ম্যাচেই পয়েন্ট হারালো বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৪ এএম, ২৩ আগস্ট ২০২১
মৌসুমের দ্বিতীয় ম্যাচেই পয়েন্ট হারালো বার্সেলোনা

বল দখলে এগিয়ে থাকলেও সুযোগ তৈরিতে ব্যর্থ হওয়ায় লা লিগার নতুন মৌসুেমে নিজেদের দ্বিতীয় ম্যাচেই হোচট খেল মেসিবিহীন বার্সেলোনা। শনিবার (২১ আগস্ট) রাতে স্বাগতিক বিলবাও-এর বিপক্ষের ম্যাচতে ১-১ গোল ড্র করেছে তারা। তবে পয়েন্ট ভাগ করে নিলেও শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা।

ম্যাচে প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়ে বার্সেলোনা। পরে অবশ্য ঘুরে দাঁড়ালেও জয়ে ফিরতে পারেনি। উল্টো শেষ দিকে লাল কার্ড দেখে একজন কম নিয়ে খেলে।

ম্যাচের ৫০তম মিনিটে ইনিগো মার্তিনেসের গোলে প্রথমে এগিয়ে যায় স্বাগতিকরা। ২৫ মিনিট পর ৭৫তম মিনিটে মেমফিস ডিপাই-এর গোলে সমতায় ফেরে বার্সেলোনা। আর ম্যাচের শেষ সময়ে (৯০+৩) লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সেলোনা ডিফেন্ডার এরিক গার্সিয়া।

জয় দিয়ে লা লিগায় নতুন আসর শুরু করেছিল মেসিবিহীন বার্সেলোনা। প্রথম ম্যাচে পূর্ণ পয়েন্ট পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে পয়েন্ট ভাগ করতে হলো। অন্যদিকে, নিজেদের দুই ম্যাচে টানা ড্র করলো বিলবাও।

চলতি বছর সবধরনের প্রতিযোগিতা মিলে দুই দলের এটি পঞ্চম মুখোমুখি। দীর্ঘদিন পর দর্শক পূর্ণ মাঠে শুরুতেই বার্সেলোনাকে চেপে ধরে বিলবাও। তবে নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণে যায় বার্সা।

প্রথমার্ধ গোল শুন্য ব্যবধানে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খেতে বসেছিল বার্সেলোনা। গার্সিয়াকে পেরিয়ে বল নিয়ে উইলিয়ামস এগিয়ে গেলে গোলরক্ষক নেতো সামনে চলে যান। সুযোগ বুঝে শট নিলেও গোললাইন থেকে বেরেনগের শট চেষ্টা ব্যর্থ করে দেন আরাহো।

সে যাত্রায় বেঁচে গেলেও ৫০তম মিনিটে গোল খেয়ে বসে বার্সেলোনা। ইকের মুনিয়ানের কর্নার থেকে চমৎকার হেডে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন মার্তিনেস। ফলে ১-০ গোল এগিয়ে বিলবাও।

আক্রমণ-পাল্টা আক্রমণে চলা ম্যাচে ৭৫তম মিনিটে সমতায় ফিরে বার্সেলোনা। রবের্তোর কাছ থেকে বল পেয়ে ডি বক্সে ঢুকে বুলেট গতির শট নেন মেমফিস। গোলরক্ষকের হাতে স্পর্শ হলেও ঠেকাতে পারেননি। বার্সেলোনার হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে মেমফিসের এটাই প্রথম গোল।

এদিকে, যোগ করা সময়ে (৯০+৩) দলকে বাঁচাতে ডি বক্সের ঠিক বাইরে নিকো উইলিয়ামসকে ফাউল করেন গার্সিয়া। দেখেন লাল কার্ড। অবশ্য ফ্রি কিক থেকে গোল আদায় করতে পারেনি বিলবাও। ফলে ১-১ গোলের ড্র নিয়ে নিয়ে মাঠ ছাড়ে দুইদল।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

২০২৩ পর্যন্ত রিয়ালে থাকছেন বেনজেমা

২০২৩ পর্যন্ত রিয়ালে থাকছেন বেনজেমা

আর্থিক দূরাবস্থায় বেতন কমাচ্ছেন বার্সার সিনিয়র চার ফুটবলার

আর্থিক দূরাবস্থায় বেতন কমাচ্ছেন বার্সার সিনিয়র চার ফুটবলার

সোসিয়েদাদের জালে মেসিবিহীন বার্সার চার গোল

সোসিয়েদাদের জালে মেসিবিহীন বার্সার চার গোল

বেনজেমার জোড়া গোলে রিয়ালের শুভ সূচনা

বেনজেমার জোড়া গোলে রিয়ালের শুভ সূচনা