বায়ার্নের কাছে মেসিহীন বার্সেলোনার ‘আত্মসমর্পণ’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২১
বায়ার্নের কাছে মেসিহীন বার্সেলোনার ‘আত্মসমর্পণ’

মেসিহীন বার্সেলোনা বায়ার্ণের সাথে কতটুকু পেরে উঠবে তা নিয়ে বেশ সন্দিহান ছিলেন সবাই। শেষমেষ ঘরের মাঠে জার্মান জায়ান্ট বায়ার্ণ মিউনিখের কাছে অসহায় আত্মসমপর্ণ করলো কাতালান ক্লাবটি। ক্যাম্প ন্যুতে ৩-০ ব্যবধানে ম্যাচ হেরেছে তারা।

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে বায়ার্ণ সাথে বার্সেলোনা লড়াইয়ে কাতালুনিয়ার ক্লাবটির জয় মাত্র দুইবার। আর দুই জয়েই অবদান রেখেছিলেন লিওনেল মেসি। এবার সে মেসিকে ছাড়াই মাঠে নেমেছিল তারা। তবে বাভারিয়ানদের কাছে পাত্তায় পায়নি বার্সা।

প্রথমার্ধে রক্ষণ জমাট বাধলেও দ্বিতীয়ার্ধে রক্ষণ সামলে রাখতে পারেনি বার্সেলোনা। প্রথমার্ধ থেকেই বেশ আক্রমণাত্মক ভাবে খেলা শুরু করেছিল বায়ার্ণ মিউনিখ। তবে রবার্ট লেভানডস্কি কিছু সহজ সুযোগ হাতছাড়া না করলে হয়তো শুরুতেই বেশ পিছিয়ে পড়তে পারতো বার্সেলোনা।

তবে রবার্ট লেভানডস্কি সহজ সুযোগ হাতছাড়া করলেও সুযোগ কাজে লাগাতে ভুল করেননি জার্মান তারকা টমাস মুলার। ম্যাচের ৩৩ মিনিটে করা এ এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় বায়ার্ণ মিউনিখ।

আক্রমণের ঠেকিয়ে প্রতি আক্রমণের লক্ষ্যেই মাঠে নেমেছিল বার্সেলোনা। তবে সে পন্থায় কোনোভাবে জালে বল জড়াতে পারেনি কাতালান ক্লাবটি।

আন্তর্জাতিক বিরতিতে দুর্দান্ত খেলা মেম্ফিস ডিপাই এদিন নিজের ছায়া হয়ে ছিলেন। এছাড়াও দ্বিতীয়ার্ধে রক্ষণের ভঙ্গ দশা মনে করিয়ে দিয়েছিল সে স্বর্ণ সময়ে নেই বার্সেলোনা।

প্রথমার্ধে নিজের ভুলে গোল করতে না পারা লেভানডস্কি দ্বিতীয়ার্ধে বাভারিয়ানদের হয়ে দুই গোল করেন। এতেই বায়ার্ণের ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত হয়ে যায়।

দুই দলের সর্বশেষ দেখায় বার্সেলোনার ঘরের ৮-২ ব্যবধানে ম্যাচ জিতেছিল বায়ার্ণ মিউনিখ। সে তুলনায় এ ফলাফল বার্সারর জন্য ছিল বেশ ‘সন্তোষজনক’।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদোর গোলের পরও ইয়ং বয়েজের জয়োল্লাস

রোনালদোর গোলের পরও ইয়ং বয়েজের জয়োল্লাস

পিএসজির হয়ে এবার চ্যাম্পিয়নস লিগে মেসি

পিএসজির হয়ে এবার চ্যাম্পিয়নস লিগে মেসি

দুই বছর পর পর ফুটবল বিশ্বকাপ চায় কনকাকাফ

দুই বছর পর পর ফুটবল বিশ্বকাপ চায় কনকাকাফ

মাঠের বাইরে চোটাক্রান্ত বেল

মাঠের বাইরে চোটাক্রান্ত বেল