বিশ্বকাপের বাছাইপর্ব থেকে ছিটকে গেলেন দিবালা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫০ এএম, ০৩ অক্টোবর ২০২১
বিশ্বকাপের বাছাইপর্ব থেকে ছিটকে গেলেন দিবালা

নির্ধারিত সময়ের আগে চোট কাটিয়ে উঠতে না পারায় আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন ফরওয়ার্ড পাওলো দিবালা। বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।

সিরি-এ তে সাম্পদোরিয়ার বিপক্ষে জুভেন্টাসের জয়ের ম্যাচে উরুতে চোট পান দিবালা। ওই ম্যাচে দলের হয়ে প্রথম গোল করার পর অস্বস্তি অনুভব করায় মাঠে ছাড়েন এ আর্জেন্টাইন ফরওয়ার্ড।

চোটের কারণে বুধবার (২৯ সেপ্টেম্বর) চেলসির বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি ২৭ বছর বয়সী এ ফুটবলার। আন্তর্জাতিক সূচির আগে মাঠে ফিরতে পারবেন এ আশায় তাকে দলে রেখেছিল আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি।

তবে চোট থেকে সেরে না ওঠায় শেষ পর্যন্ত কাতার বিশ্বকাপের স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন পাওলো দিবালা।

চলতি বছরের ৮ থেকে ১৫ অক্টোবর আন্তর্জাতিক সূচিতে বিশ্বকাপ বাছাই পর্বে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ প্যারাগুয়ে, উরুগুয়ে এবং পেরু।

বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ৮ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। শতভাগ সাফল্যে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসি সবসময় আমার দলে থাকবে: স্ক্যালোনি

মেসি সবসময় আমার দলে থাকবে: স্ক্যালোনি

মেসির এমন শুয়ে পড়া ‘অসম্মানজনক’

মেসির এমন শুয়ে পড়া ‘অসম্মানজনক’

ল্যাটিন-ইউরোপ সেরার লড়াইয়ে মুখোমুখি আর্জেন্টিনা-ইতালি

ল্যাটিন-ইউরোপ সেরার লড়াইয়ে মুখোমুখি আর্জেন্টিনা-ইতালি

রিয়াল-বার্সা-জুভেন্টাসকে ‘মুক্তি’ দিলো উয়েফা

রিয়াল-বার্সা-জুভেন্টাসকে ‘মুক্তি’ দিলো উয়েফা