ইতালির জয়রথ থামিয়ে ফাইনালে স্পেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০০ পিএম, ০৭ অক্টোবর ২০২১
ইতালির জয়রথ থামিয়ে ফাইনালে স্পেন

বিশ্বরেকর্ড টানা ৩৭ ম্যাচে হারেনি ইতালি। তিন মাস আগে ইউরোর সেমিফাইনালে স্পেনকে হারিয়েই ফাইনালের মঞ্চে পা রেখেছিল ইতালি। এবার উয়েফা নেশনস কাপে ওই হারের প্রতিশোধের পাশাপাশি আজ্জুরিদের জয়রথ থামালো স্পেন। ইতালির ঘরের মাঠে লা রোজাদের জয়ের ব্যবধান ছিল ২-১।

বুধবার (৬ অক্টোবর) রাতে ঘরের মাঠ সান সিরোতে স্পেনকে আতিথ্য দেয় ইতালি। ঘরের মাঠে স্পেনের বিপক্ষে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারেনি। বরং লুইস এনরিকের শিষ্যরা ৭০ শতাংশ বল দখলে রেখে আজ্জুরিদের উপর ছড়ি ঘুরিয়েছে।

নিজেদের মাঠে সান সিরোতে প্রথম সুযোগ পায় স্বাগতিক ইতালি। তবে ফেদেরিকো কিয়েসার দূরপাল্লার শট আটকে দেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। শুরুতে কিছুটা নড়বড়ে থাকলেও কিছুক্ষণ পরেই নিজেদের চেনা ছন্দে ফিরে আসে লা রোজারা। ম্যাচের ১৫তম মিনিটে মার্কোস আলানসোর ক্রস থেকে দারুণ সুযোগ পান পাবলো সারাবিয়া। তবে সে সুযোগ কাজে লাগিয়ে দলকে সামনে এগিয়ে নিতে পারেননি।

তবে স্পেনকে গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি। পাবলো সারাবিয়ার সুযোগ মিসের দুই মিনিট পরেই দলকে এগিয়ে নেন ফরওয়ার্ড ফেরান তোরেস। এতে লুইস এনরিকেকে কৃতিত্ব দিতেই হয়।

ম্যাচের শুরু থেকেই ডান প্রান্ত দিয়ে আক্রমণ শানিয়ে যাচ্ছিলো স্পেন। এরফলে বাম প্রান্ত ছেড়ে ডান প্রান্ত সামলাতে বেশ ব্যস্ত হয়ে পড়েছিল। এ সুযোগকে কাজে লাগিয়ে হঠাৎই বাম প্রান্ত দিয়ে আক্রমণ করে দলকে এগিয়ে নেন তোরেস।

এর একটু পর জিয়ানলুইজি ডোনারুম্মার ভুলে আরও এক গোল হজম করেছিল ইতালি। সেবারও স্পেনের হয়ে স্কোর শিটে নাম তুলেছিল ফেরান তোরেস।

ম্যাচের ৩৪তম মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল ফেদেরিকো বের্নাদেস্কি। তবে উনাই সিমন বেশ দক্ষতার সাথে প্রতিহত করেন। এছাড়াও লরেঞ্জো ইনসিনিয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি। তাই তো আর সমতায় ফেরা হয়নি আজ্জুরিদের।

ম্যাচের ৪২তম মিনিটে ইতালির ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় আজ্জুরিরা। এরপর আর খেলায় ফিরতে পারেনি ইতালি। ডোনারুম্মার অভিষেকের পর এ প্রথম এক ম্যাচে দুই গোল হজম করলো ইতালি।

স্পেনের জয়ের ব্যবধান আরও বাড়তে পারতো। তবে ওইয়েরজাবালের নেওয়া শট লক্ষ্যে না থাকায় এগিয়ে যাওয়া হয়নি। গোল মিসে তালিকায় নাম তুলেছিলেন আলানসোও।

ম্যাচের ৮২তম মিনিটে কর্নার পেয়েছিল স্পেন। সেখান থেকেও গোল আদায় করে নিতে পারেনি তারা। বরং পাল্টা আক্রমণ থেকে হারের ব্যবধান কমিয়ে আনে ইতালি। আজ্জুরিদের হয়ে গোল করেন কিয়েসা।

তবে বাকি সময়ে স্পেনকে চাপে রাখলেও সমতাসূচক গোলটা আর পায়নি ইতালি। ফলে ৩৭ ম্যাচ পর অজেয় যাত্রা থামে দলটির। আর ইউরো সেমির ‘শোধ’ তুলে স্পেন চলে যায় উয়েফা নেশন্স লিগের ফাইনালে। আজ দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্স ও বেলজিয়ামের মধ্যকার লড়াইয়ে জয়ী দলের বিপক্ষে রোববার (১০ অক্টোবর) ফাইনাল খেলবে এনরিকের শিষ্যরা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনায় খেলতে আগ্রহী ইংলিশ তারকা স্টার্লিং

বার্সেলোনায় খেলতে আগ্রহী ইংলিশ তারকা স্টার্লিং

এমবাপে নিয়ে রিয়ালের মন্তব্যে পিএসজির অসন্তোষ

এমবাপে নিয়ে রিয়ালের মন্তব্যে পিএসজির অসন্তোষ

জানুয়ারিতে জানা যাবে এমবাপের রিয়াল ভাগ্য

জানুয়ারিতে জানা যাবে এমবাপের রিয়াল ভাগ্য

পিএসজি ছাড়া কথা জুলাই মাসেই জানিয়ে দিয়েছিলেন এমবাপে

পিএসজি ছাড়া কথা জুলাই মাসেই জানিয়ে দিয়েছিলেন এমবাপে