চোট কাটিয়ে জাতীয় দলে গ্যারেথ বেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৪ পিএম, ০২ নভেম্বর ২০২১
চোট কাটিয়ে জাতীয় দলে গ্যারেথ বেল

চোটের কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল। দীর্ঘদিন মাঠের বাইরের থাকার পর ওয়েলস দলের হয়ে মাঠে ফিরছেন তিনি। বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ওয়েলস দলে ডাক পেয়েছেন তিনি।

চলতি মাসেই বেলারুশ এবং বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে ওয়েলস। এ দুই ম্যাচকে সামনে রেখেই সোমবার (১ নভেম্বর) ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন ওয়েলস কোচ রবার্ট পেজ।

সবকিছু ঠিকঠাক থাকলে বেলারুশের বিপক্ষে ম্যাচটি বেলের জন্য জাতীয় দলের হয়ের ১০০তম ম্যাচ হবে। 

চলতি বছরের সেপ্টেম্বরে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন গ্যারেথ বেল। ইনজুরির কারণে বাছাই পর্বে ওয়েলসের হয়ে শেষ দুই ম্যাচে মাঠের বাইরে ছিলেন তিনি। একই সময়ের রিয়াল মাদ্রিদের হয়েও মাঠে নামতে পারেননি তিনি।

গ্যারেথ বেলের বিষয়ে ওয়েলস কোচ বলেন, ‘সে ভালো অবস্থায় আছে। আমি ও দলের মেডিকেল টিম যেমন চেয়েছিলাম ঠিক সেই অবস্থাতেই আছে সে। আমি গত সপ্তাহে তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি এবং সে (বেলারুশে) যেতে চায়।’

‘সে নিজেকে শতভাগ ফিট রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। সে মাঠে ফিরেছে। সে এখনও ক্লাবে দলের সঙ্গে পুরোপুরি অনুশীলনে যোগ দেয়নি তবে আমাদের হাতে আরও এক সপ্তাহ আছে। (শারীরিকভাবে) সে সেখানেই আছে যেখানে আমরা তাকে দেখতে চাই আর এটি খুব ভালো খবর।’

ইনজুরি কাটিয়ে ফিরলেও সম্প্রতি রিয়ালের হয়ে মাঠে নামতে পারছেন না। তাই তো কোনো ধরনের ম্যাচ প্রস্তুতি ছাড়াই মাঠে নামবেন রিয়াল তারকা বেল।

বাছাইপর্বে ‘ই’ গ্রুপে ছয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ওয়েলস। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে চেক রিপাবলিক। যদিও এক ম্যাচ কম খেলেছে ওয়েলস।

ওয়েলসের সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বেলজিয়াম। চলতি বছরের ১৩ নভেম্বরে বেলারুশের বিপক্ষে ম্যাচের তিন দিন পর বেলজিয়ামের মুখোমুখি হবে ওয়েলস।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যর্থতার দায়ে বরখাস্ত টটেনহাম কোচ 

ব্যর্থতার দায়ে বরখাস্ত টটেনহাম কোচ 

হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন বার্সা তারকা আগুয়েরো

হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন বার্সা তারকা আগুয়েরো

আগুয়েরো-পিকে ইনজুরিতে, বাড়ছে বার্সার শঙ্কা

আগুয়েরো-পিকে ইনজুরিতে, বাড়ছে বার্সার শঙ্কা

ম্যানইউর বড় জয়ে রোনালদোর গোল, জিতেছে চেলসিও

ম্যানইউর বড় জয়ে রোনালদোর গোল, জিতেছে চেলসিও