ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ১৩ ডিসেম্বর ২০২১
ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

ছবি : বাফুফে

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালের সঙ্গে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করলেও ভুটানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ভুটানের মেয়েদের বিপক্ষে ৬-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

সোমবার (১৩ ডিসেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দলের পক্ষে জোড়া গোল করেন শাহাদা আক্তার রিপা এবং তহুরা খাতুন। এছাড়া ঋতু পর্ণা চাকমা ও মারিয়া মান্দা একটি করে গোল করেন।

ম্যাচে দাপট দেখিয়ে খেলে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। বাকি তিনটি গোল আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে। মাঠে বাংলাদেশের মেয়েদের দাপট দেখানোর বিপরীতে নিজেদের গোলবার রক্ষায় ব্যস্ত ছিলেন ভুটানের মেয়েরা।

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের এটি ছিল দ্বিতীয় ম্যাচ। এর আগে শনিবার (১১ ডিসেম্বর) নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে দাপট দেখিয়ে খেললেও গোল করতে ব্যর্থ হয় বাংলার ভাগিনীরা। ফলে পয়েন্ট ভাগ করে নিতে হয়।

আসরে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাঁচ দলের টেবিলে সবার উপরে রয়েছে বাংলাদেশের মেয়েরা। ১৭ ডিসেম্বর ভারতের মুখোমুখি হবে তারা। আসরের শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কাঙ্ক্ষিত জয় পেল না বাংলাদেশের মেয়েরা

কাঙ্ক্ষিত জয় পেল না বাংলাদেশের মেয়েরা

সাফ অনুর্ধ্ব-১৯ দলে সাতক্ষীরার প্রান্তি

সাফ অনুর্ধ্ব-১৯ দলে সাতক্ষীরার প্রান্তি

হংকংয়ের জালে বাংলাদেশি মেয়েদের ৫ গোল

হংকংয়ের জালে বাংলাদেশি মেয়েদের ৫ গোল

দর্শক টানতে টিকিট ও জার্সি দিচ্ছে বাফুফে

দর্শক টানতে টিকিট ও জার্সি দিচ্ছে বাফুফে