কাদিসের বিপক্ষে পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫০ এএম, ২০ ডিসেম্বর ২০২১
কাদিসের বিপক্ষে পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ

ঘরের মাঠে কাদিসের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও পয়েন্ট হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। সেবার ম্যাচ হারলেও এবার এক পয়েন্ট নিয়ে রিয়ালকে সন্তুষ্ট থাকতে হয়েছে। প্রশংসীয় রক্ষণাত্মক ফুটবলে খেলে রিয়ালকে আটকে দিয়েছে কাদিস।

সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার (১৯ ডিসেম্বর) রাতে কাদিসকে আতিথ্য দেয় রিয়াল মাদ্রিদ। লিগে টানা সাত এবং সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচ পর পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ।

রেলিগেশন জোনে থাকা কাদিস এদিন শুরু থেকেই রক্ষণাত্মক কৌশল নিয়ে মাঠে নামে। কাদিসের সামনে রিয়ালও ধারালো কোনো আক্রমণ শানাতে পারেনি। ম্যাচজুড়ে গোলবারের উদ্দেশে ৩৬ শট নিলেও মাত্র ৯ বার বল লক্ষ্যে রাখতে পেরেছিল রিয়াল মাদ্রিদ। অপরদিকে কাদিস চারবার শট নিলেও, একবারও বল লক্ষ্যে রাখতে পারেনি।

ম্যাচের প্রথম ১৫ মিনিটে বল দখলের লড়াইয়ে একক আধিপত্য বিস্তার করে রিয়াল মাদ্রিদ। সে সুযোগ কাজে লাগিয়ে রিয়ালের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা কয়েকটি সুযোগ তৈরি করেন। তবে কাদিস গোলরক্ষকের দৃঢ়তায় তা জাল খুঁজে পায়নি।

এরপর ম্যাচের ২৩তম মিনিটে আবারও সুযোগ পায় রিয়াল। এবার ভালভার্দের নেওয়া শট কর্নারের বিনিময়ে আটকান গোলরক্ষক জেরেমিয়াস লেদেসমা। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও কাঙ্খিত গোলের দেখা পায়নি।

বিরতির পরও একই নীতিতে অটল ছিল কাদিস। তাই তো দারুণ প্রশংসা কুড়িয়েছে কাদিসের রক্ষণভাগ। বেনজেমা-ভিনিয়াসদের কোনো ভাবেই নিজেদের ডি-বক্সে ঢুকতে দিচ্ছিলেন না কাদিসের ডিফেন্ডাররা।

এরমধ্যে ৫৬তম মিনিটে টনি ক্রুসের ক্রস থেকে দারুণ এক হেড করেন এডেন হ্যাজার্ড। দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে শুরুর একাদশে ফিরেছিলেন হ্যাজার্ড। তবে কাঙ্খিত গোলের দেখা মেলেনি।

শেষ দিকে বিপজ্জনক পজিশনে ফ্রি কিক পায় রিয়াল। তবে লা লিগায় ৪০০তম ম্যাচ খেলতে নামা বেনজেমা মাইলফলক ছোঁয়ার দিনটাকে রাঙাতে পারেননি, তার শট ঠেকিয়ে দলকে মূল্যবান পয়েন্ট এনে দেন লেদেসমা।

মূল্যবান দুটি পয়েন্ট হারালেও অপরাজেয় পথচলা অবশ্য বজায় আছে রিয়ালের। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা ১৪ ম্যাচ অপরাজিত রইল তারা।

১৮ ম্যাচে ১৩ জয় ও চার ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলা সেভিয়া ৩৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে বার্সেলোনা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রিয়ালকে হারাতে নিজের সর্বস্ব দিতে রাজি রামোস

রিয়ালকে হারাতে নিজের সর্বস্ব দিতে রাজি রামোস

নতুন ড্রয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের প্রতিপক্ষ পিএসজি

নতুন ড্রয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের প্রতিপক্ষ পিএসজি

হার না মানার মানসিকতা রিয়ালের শক্তির জায়গা : আনচেলত্তি

হার না মানার মানসিকতা রিয়ালের শক্তির জায়গা : আনচেলত্তি

জাভির হাতে ঘুরে দাঁড়াবে বার্সেলোনা : আনচেলত্তি

জাভির হাতে ঘুরে দাঁড়াবে বার্সেলোনা : আনচেলত্তি