করোনা আক্রান্ত অ্যাস্টন ভিলা কোচ স্টিভেন জেরার্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ২৬ ডিসেম্বর ২০২১
করোনা আক্রান্ত অ্যাস্টন ভিলা কোচ স্টিভেন জেরার্ড

চারদিকে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ইউরোপের ফুটবল জগত। টটেনহাম এবং রিয়াল মাদ্রিদ তো পরিণত হয়েছে করোনা শিবিরে। 

এবার দুঃসংবাদ হয়ে এসেছে অ্যাস্টন ভিলা কোচ স্টিভেন জেরার্ডের করোনা পজিটিভের খবর। যার জন্যে প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার ডাগআউটে জেরার্ডকে দেখা যাবে না। 

এ নিয়ে এই মৌসুমে দুইবার করোনায় আক্রান্ত হলেন সাবেক এই ইংলিশ ফুটবলার। প্রথমবার করোনায় আক্রান্ত হবার পর তাকে বাধ্যতামূলক আইসোলোশনে চলে যেতে হয়েছিল। 

যার জন্যে আলাসকার্ট এবং সেলটিকের বিপক্ষ ম্যাচ দুটি মিস করেছিলেন তিনি। এবার চেলসি এবং লিডসের বিপক্ষে ম্যাচ দুটিতেও তাকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে ভিলাকে।

জেরার্ডের করোনা আক্রান্তের খবরটি নিশ্চিত করেছে অ্যাস্টন ভিলা কর্তৃপক্ষ। এক আনুষ্ঠানিক বিবৃতিতে তারা বলে, ‘করোনা আক্রান্তের কারণে আমাদের হেড কোচ স্টিভেন জেরার্ড পরবর্তী দুই ম্যাচে ডাগ আউটে থাকবেন না। পরীক্ষায় পজেটিভ হওয়ার পর তাকে আইসোলোশনে পাঠানো হয়েছে।’

অ্যাস্টন ভিলায় আসার আগে স্টিভেন জেরার্ড তিন বছর স্কটিশ ক্লাব রেঞ্জার্সের ম্যানেজার হিসাবে ছিলেন। চলতি বছরের ১১ নভেম্বর বরখাস্ত ভিলা কোচ ডিন স্মিথের উত্তরসূরী হিসাবে যোগ দেন তিনি। 

জেরার্ডের দায়িত্বে ঘুরে দাঁড়িয়েছে অ্যাস্টন ভিলা। জেরার্ডের অধীনে খেলা ছয় ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে তারা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

লিডস-লিভারপুলের ম্যাচ স্থগিত

লিডস-লিভারপুলের ম্যাচ স্থগিত

না খেলে পয়েন্ট হারিয়ে এবার আপিল করলো টটেনহাম

না খেলে পয়েন্ট হারিয়ে এবার আপিল করলো টটেনহাম

ম্যাচ স্থগিত না করায় নাখোশ চেলসি কোচ টুখেল

ম্যাচ স্থগিত না করায় নাখোশ চেলসি কোচ টুখেল

টিকা না নেওয়া ফুটবলাদের দলে ভেড়াবে না লিভারপুল

টিকা না নেওয়া ফুটবলাদের দলে ভেড়াবে না লিভারপুল