ম্যাচ স্থগিত না করায় নাখোশ চেলসি কোচ টুখেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৩ পিএম, ২০ ডিসেম্বর ২০২১
ম্যাচ স্থগিত না করায় নাখোশ চেলসি কোচ টুখেল

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে উলভারহ্যাম্পটনের সাথে গোলশূন্য ড্র করেছে চেলসি। ম্যাচটি স্থগিতের আবেদন করেছিল চেলসি। তবে সে আবেদন আমলে না নেওয়ায় ইংলিশ লিগ কর্তৃপক্ষের উপর বেজায় চটেছেন চেলসি কোচ টমাস টুখেল।

বিশ্বজুড়ে বেড়েছে করোনা আক্রান্তের হার। এরই ধারাবাহিকতায় ইংলিশ প্রিমিয়ার লিগে হানা দিয়েছে করোনা। চেলসির চার ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন

করোনা আক্রান্ত হওয়ায় দলের সাথে ছিলেন না রোমেলু লুকাকু, টিমো ওয়ার্নারের মতো তারকারা। দলে করোনা হানা দেওয়ায় তা ফুটবলারদের জন্য স্বাস্থ্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছিল বলে জানান চেলসি কোচ। এরপরেও ম্যাচ স্থগিত না করায় লিগ কর্তৃপক্ষের উপর চটেছেন তিনি। 

টুখেল বলেন, ‘আমাদের ফুটবলাররা বেশ স্বাস্থ্যঝুকির মধ্যে ছিল। শুধু তাই নয়, তারা করোনা আক্রান্তও হতে পারে। আমি অন্য কোনো দলের সাথে তুলনা করছি না। এটা আমাদের বিষয়।’

তিনি আরও বলেন, ‘আমরা ফুটবলার স্বাস্থ্য নিরাপত্তার কথা বলি। তবে আমরা নিরাপত্তা দিতে পারি না।’

টুখেল জানান, কয়েকদিন পরে চেলসির আরও কয়েকজন ফুটবলার এবং কোচিং স্টাফ করোনায় আক্রান্ত হলে তিনি অবাক হবেন না। কারণ করোনা আক্রান্ত হওয়া ফুটবলারদের সংস্পর্শে ছিল চেলসির ফুটবলাররা। তার মতে, এর মাধ্যমে প্রতিপক্ষ দলেও করোনা ছড়িয়ে যেতে পারে।

এছাড়াও তিনি জানান দলের ফুটবলারদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। কারণ ম্যাচ শুরুর আগে করোনায় আক্রান্ত হয়েছেন চেলসি মিডফিল্ডার জর্জিনহো। তিনি দলের সাথে ম্যাচ খেলতে এসেছিলেন।

টুখেল বলেন, ‘আমরা দলের সবাই একসাথে রাতের খাবার খেয়েছি। এরপরেই করোনা পজিটিভ হয়েছেন জর্জিনহো। এছাড়াও সে আমাদের সাথে তিন ঘন্টা বাসে যাতায়াত করেছে। ফুটবলাররা বেশ চিন্তিত। আমি পরবর্তী খেলা নয় বরং পরবর্তী করোনা টেস্ট নিয়ে চিন্তিত আছি।’

জর্জিনহো, লুকাকু, টিমো ওয়ার্নার ছাড়াও করোনা এবং ইনজুরিজনিত সমস্যার কারণে চেলসি স্কোয়াডের বাইরে আছেন মাতেও কোভাসিস ও এনগালো কান্তে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টিকা না নেওয়া ফুটবলাদের দলে ভেড়াবে না লিভারপুল

টিকা না নেওয়া ফুটবলাদের দলে ভেড়াবে না লিভারপুল

শৃঙ্খলা ভঙ্গের দায়ে আর্সেনালের নেতৃত্ব হারালেন অবামেয়াং

শৃঙ্খলা ভঙ্গের দায়ে আর্সেনালের নেতৃত্ব হারালেন অবামেয়াং

জেরার্ডের ঘরে ফেরার ম্যাচে লিভারপুলের জয়

জেরার্ডের ঘরে ফেরার ম্যাচে লিভারপুলের জয়

লিভারপুলের কোচিং প্যানেলে যুক্ত হলেন ক্লাদিও তাফারেল

লিভারপুলের কোচিং প্যানেলে যুক্ত হলেন ক্লাদিও তাফারেল