লিডস-লিভারপুলের ম্যাচ স্থগিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৮ এএম, ২৪ ডিসেম্বর ২০২১
লিডস-লিভারপুলের ম্যাচ স্থগিত

প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের মাঠে নামা হচ্ছে না। প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে ম্যাচ স্থগিত করা হয়েছে। একই দিনের উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স ও ওয়াটফোর্ডের ম্যাচও স্থগিত হয়ে গেছে।

লিডস ও ওয়াটফোর্ড দলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে। ফলে অনুরোধের প্রেক্ষিতে ম্যাচ দুটি স্থগিত করার সিদ্ধন্তি নিয়েছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। পরে তা এক বিবৃতিতে বিষয়টি রিশ্চিত করা হয়।

রোববার (২৬ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুরে অ্যানফিল্ডে লিডসের মুখোমুখি হওয়ার কথা ছিল লিভারপুলের। অন্যদিকে, একই সময়ে উলভারহ্যাম্পটন ও ওয়াটফোর্ডের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হওয়া সূচি ছিল। তবে এখন আর সেই সময় ম্যাচ দুটি মাঠে গড়াচ্ছে না।

বিবৃতিতে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ বলে, ‘লিগে যতটা সম্ভব স্পষ্টতা প্রদানের লক্ষ্যে দুর্ভাগ্যবশত স্বল্প নোটিশে ম্যাচ স্থগিত করতে হয়েছে। কারণ, নিরাপত্তা অগ্রাধিকার।’

আরও বলা হয়, ‘আমরা জানতে পেরেছি যে, লিডস ইউনাইটেড কোভিড-১৯, ইনজুরি এবং অসুস্থতার কারণে খেলোয়াড়ের নিয়ে ফিক্সচারটি পূরণ করতে সক্ষম হবে না। হেলথ সিকিউরিটি এজেন্সি এবং প্রিমিয়ার লিগের সাথে আলোচনার পর ক্লাবের প্রশিক্ষণ গ্রাউন্ডটিও বন্ধ করে দেওয়া হয়েছে।’

এদিকে লিডস জানিয়েছে, নতুন করে তাদের আরও পাঁচজন কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তবে কারও শরীরে করোনার কোনো উপসর্গ দেখা যায়নি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

না খেলে পয়েন্ট হারিয়ে এবার আপিল করলো টটেনহাম

না খেলে পয়েন্ট হারিয়ে এবার আপিল করলো টটেনহাম

টিকা না নেওয়া ফুটবলাদের দলে ভেড়াবে না লিভারপুল

টিকা না নেওয়া ফুটবলাদের দলে ভেড়াবে না লিভারপুল

স্থগিত হলো ইংলিশ লিগে রোনালদোদের ম্যাচ

স্থগিত হলো ইংলিশ লিগে রোনালদোদের ম্যাচ

চেলসি দলেও করোনার হানা, আক্রান্ত চার ফুটবলার

চেলসি দলেও করোনার হানা, আক্রান্ত চার ফুটবলার