রেফারিংয়ে অসন্তুষ্ট সাইফ স্পোর্টিংয়ের কোচ ক্রুসিয়ানি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২
রেফারিংয়ে অসন্তুষ্ট সাইফ স্পোর্টিংয়ের কোচ ক্রুসিয়ানি

বাংলাদেশের ফুটবলে পরিচিত মুখ আন্দ্রেস ক্রুসিয়ানি। বাংলাদেশ জাতীয় দলের পাশাপাশি কোচিং করিয়েছেন আবাহনীকে। চলতি মৌসুমে সাইফ স্পোর্টিং ক্লাবের দায়িত্ব নিয়ে বাংলাদেশে এসেছেন। এসে জানালেন রেফারিং নিয়ে নিজের অসন্তুষ্টির কথা।

আন্দ্রেস ক্রুসিয়ানির অধীনেই সর্বশেষ সাফের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেবার বাংলাদেশে এসে নিয়মিতই ঘরোয়া লিগে খেলা দেখেছিলেন তিনি। তখনকার রেফারিংয়ের মান থেকে এখনকার রেফারিংয়ের মানে অনেক পার্থক্য দেখছেন এই আর্জেন্টাইন।

তিনি বলেন, ‘আমি যখন জাতীয় দলের কোচ ছিলাম। তখন প্রতিটি ম্যাচ দেখেছি। রেফারিং নিয়ে তেমন অসন্তুষ্টি দেখিনি। এর কিছু সময় পর যখন আবাহনীতে কোচিং করাই তখনও রেফারিংয়ে সমস্যা দেখিনি। আবাহনীর ম্যাচ চট্টগ্রামেও খেলেছি। সঠিক রেফারিং হয়েছে। এখন দেখছি রেফারিং নিয়ে সমস্যা। আমার দলের সাথে দুটো গুরুতর বিষয় ছাড়াও মোহামেডান ও আরো কয়েকটি ক্লাবের রেফারিং নিয়ে অভিযোগ করছে। যা আগে আমি দেখিনি।’

ফেডারেশন কাপের সেমিফাইনাল এবং প্রিমিয়ার লিগে দুইটি পেনাল্টি নিয়ে রেফারিদের বিপক্ষে আছে ঘোরতর অভিযোগ। এই ব্যাপারে সংবাদ মাধ্যমের সামনে সরাসরি অভিযোগ না জানালেও ক্ষোভ ঝাড়েন তিনি।

ক্রুসিয়ানি বলেন, ‘এখানে আমার কিছু বলার নেই। যারা ফুটবল অনুসরণ করেন ও আইনকানুন জানেন তারা যে কেউ এই ব্যাপারে বলতে পারেন।’

আন্তর্জাতিক পর্যায়েও রেফারিং নিয়ে নিয়মিতই বিভিন্ন আলোচনা-সমালোচনা হয়। তবে রেফারিদের নিজেদের মান উন্নয়নে ফিটনেস নিয়ে কাজ করা উচিত বলে মনে করেন এই রেফারি।

তিনি বলেন, ‘খেলোয়াড়েরা যেরকম পাস ভুল করেন, কোচেরা কৌশল। রেফারিরা মানুষ তারাও ভুল করতে পারেন। সেই ভুলের সংখ্যা অনেক কমবে যদি রেফারি বলের খুব কাছাকাছি থাকতে পারেন। এজন্য তাদের ফিটনেস হতে হবে সর্বোচ্চ পর্যায়ের।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :