রিয়ালের বিপক্ষেই ফিরছেন নেইমার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২
রিয়ালের বিপক্ষেই ফিরছেন নেইমার

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলর প্রথম লেগে নিজেদের মাঠে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে আতিথ্য দিবে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। এ ম্যাচ দিয়েই দীর্ঘ আড়াই মাস পর ফুটবলে ফিরবেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত দুইটায় রিয়ালের মুখোমুখি হবে পিএসজি। এ ম্যাচের আগে ঘোষিত পিএসজি ২৪ সদস্যের স্কোয়াডে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে রেখেছেন কোচ মারিসিও পচেত্তিনো।

সর্বশেষ ২০২১ সালের ২৮ নভেম্বর লিগ ওয়ানের ম্যাচে মাঠে নেমেছিলেন নেইমার। সেই ম্যাচে পিএসজি ৩-১ ব্যবধানে জিতলেও চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। তখন ধারণা করা হয়েছিল ছয় থেকে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে যাবেন তিনি।

তবে গোড়ালির ওই চোটের জন্য প্রায় আড়াই মাস মাঠের বাইরে ছিলেন নেইমার। এ সময় পিএসজির হয়ে ১৩টি ম্যাচ মিস করেছিলেন এই ব্রাজিলিয়ান ফুটবলার।

রিয়ালের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে কিছুদিন আগেই অনুশীলনে যোগ দিয়েছিলেন নেইমার। সেই সময়ই কোচ পচেত্তিনো জানিয়েছিলেন রিয়ালের বিপক্ষে নেইমারকে পাওয়া যেতে পারে।

রিয়ালের বিপক্ষে ম্যাচে নেইমার মাঠে ফিরলেও ইনজুরির কারণে বাইরে থাকবেন পিএসজির স্প্যানিশ রিক্রুট সার্জিও রামোস এবং আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নেইমারের ব্যাংক অ্যাকাউন্টে চোরের হামলা, গায়েব অর্ধ লাখ ডলার

নেইমারের ব্যাংক অ্যাকাউন্টে চোরের হামলা, গায়েব অর্ধ লাখ ডলার

রিয়াল ম্যাচের আগে অনুশীলনে ফিরেছেন নেইমার

রিয়াল ম্যাচের আগে অনুশীলনে ফিরেছেন নেইমার

মেসি-নেইমারদের সাথে পিএসজিতে রোনালদো!

মেসি-নেইমারদের সাথে পিএসজিতে রোনালদো!

মাংস পেশির চোট, অবসরের ভাবনায় রামোস

মাংস পেশির চোট, অবসরের ভাবনায় রামোস