ফিফা-উয়েফার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া আদালতে রাশিয়ার আপিল 

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৩ পিএম, ০৪ মার্চ ২০২২
ফিফা-উয়েফার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া আদালতে রাশিয়ার আপিল 

ইউক্রেনে আগ্রাসনের চালানোর পর থেকেই একের পর এক ক্রীড়া প্রতিযোগিতা থেকে বাদ পড়ছে রাশিয়া। ফুটবলও এর ব্যতিক্রম নয়। এবার ফিফা এবং উয়েফার দেওয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ান ফুটবল ইউনিয়ন (আরএসইউ)।

বৃহস্পতিবার (৩ মার্চ) নিজেদের ওয়েবসাইটে আপিল করার বিষয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানায়। এছাড়াও ফিফা এবং উয়েফার কাছে ক্ষতিপূরণও দাবি করবে।

ইতিমধ্যেই রাশিয়ার সকল ক্লাব এবং জাতীয় দলকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছে ফিফা এবং উয়েফা। এই নিষেধাজ্ঞার কারণে কাতার বিশ্বকাপ বাছাই পর্বের প্লে অফ থেকে বাদ পড়েছে রাশিয়া। এছাড়াও ২০২২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে বাদ পড়েছে রাশিয়া নারী ফুটবল দল।

এদিকে ইউরোপিয়ান ফুটবল দ্বিতীয় সারির প্রতিযোগিতার শেষ ষোলোতে একমাত্র রাশিয়ান ক্লাব হিসেবে টিকে ছিল স্পার্তাক মস্কো। এ ঘোষণার পর ইউরোপা লিগ থেকে তাদেরকেও বাদ দেওয়া হয়েছে।

এছাড়াও রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে সরিয়ে নেওয়া হয়েছে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। নতুন ভেন্যু হিসেবে প্যারিসকে নির্ধারণ করেছে উয়েফা।

আরএফইউ তাদের বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার দলগুলোকে আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে না দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। এছাড়াও ক্ষতিপূরণও চাবে তারা।

কাতার বিশ্বকাপের প্লে অফের সূচি অনুযায়ী পোল্যান্ডের বিপক্ষে রাশিয়ার মাঠে নামার কথা ছিল। তবে রাশিয়ার বিপক্ষে অস্বীকৃতি জানিয়েছে পোল্যান্ড, সুইডেন এবং চেক রিপাবলিক। এ কারণেই তাদেরকে বাদ দিয়েছে উয়েফা।

শুধু ফুটবল নয়, অলিম্পিকেও নিষিদ্ধ হয়েছে রাশিয়া। বেইজিংয়ে অনুষ্ঠিতব্য শীতকালীন প্যারা অলিম্পিকসেও থাকতে পারবেন না রাশিয়ার কোনো অ্যাথলেট।

স্পোর্টসমেইল২৪/পিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কাতার বিশ্বকাপ বাছাই পর্ব স্থগিতের অনুরোধ ইউক্রেনের

কাতার বিশ্বকাপ বাছাই পর্ব স্থগিতের অনুরোধ ইউক্রেনের

রাশিয়ার পর ফুটবলে ‘ঘরের মাঠে’ নিষিদ্ধ হলো বেলারুশ

রাশিয়ার পর ফুটবলে ‘ঘরের মাঠে’ নিষিদ্ধ হলো বেলারুশ

রাশিয়াকে সমর্থন, বেলারুশের বিপক্ষে প্রীতি ম্যাচে ‘খেলবে না’ ভারত

রাশিয়াকে সমর্থন, বেলারুশের বিপক্ষে প্রীতি ম্যাচে ‘খেলবে না’ ভারত

ইউক্রেন যুদ্ধ: রাশিয়ান ক্লাব ছাড়লেন জার্মান কোচ

ইউক্রেন যুদ্ধ: রাশিয়ান ক্লাব ছাড়লেন জার্মান কোচ