২০২৬ পর্যন্ত ম্যানইউতে থাকছেন ব্রুনো ফার্নান্দেজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৮ পিএম, ০১ এপ্রিল ২০২২
২০২৬ পর্যন্ত ম্যানইউতে থাকছেন ব্রুনো ফার্নান্দেজ

জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর থেকেই ইউনাইটেডের আলোর ঝলকানি থেকে কিছুটা পিছিয়ে পড়েছিলেন আরেক পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেস। তখন ধারণা ছিল হয়তো রেডডেভিলদের ডেরা ছেড়ে অন্য কোথাও যাবেন। সেই সন্দেহের অবসান ঘটিয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত ইংলিশ ক্লাবটিতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০২০ সালের শীতকালীন দল-বদলে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন ব্রুনো ফার্নান্দেস। এরপরেই ক্লাবটির গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে উঠেছিলেন তিনি।

২৭ বছর বয়সী এই পর্তুগিজ তারকা এখন পর্যন্ত রেড ডেভিলদের জার্সিতে খেলেছেন ১১৭ ম্যাচ। এই সময় ইউনাইটেডের হয়ে করেছেন ৪৯ গোল এবং ৩৯ অ্যাসিস্ট।

ব্রুনো ফার্নান্দেসের সাথে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ। নতুন চুক্তির পর এক বিবৃতিতে ব্রুনো ফার্নান্দেস বলেন, ‘দুই বছর পরও ওল্ড ট্রাফোর্ডে আসলেই দারুণ এক অনুভূতি হয়। আমি এখানে আরও অনেক গোল করতে চাই।’

তিনি আরও বলেন, ‘এখানে আমি আরও অনেক কিছু অর্জন করতে চাই। আমি জানি, দলের অন্য খেলোয়াড় ও ক্লাবের অন্যদের চাওয়াও একই। আমরা ভক্তদের এমন সাফল্য উপহার দিতে চাই, যা তাদের প্রাপ্য।’

সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন ব্রুনো ফার্নান্দেস। নর্থ মেসিডোনিয়াকে হারিয়ে পর্তুগালকে বিশ্বকাপে তুলতেও বড় ভূমিকা রেখেছিলেন এই ফুটবলার। এই আন্তর্জাতিক বিরতি শেষে মাঠে ফেরার আগেই ইউনাইটেডের সাথে চুক্তির মেয়াদ বাড়িয়ে রাখলেন এই ফুটবলার।

প্রিমিয়ার লিগে ২৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ইউনাইটেড ছেড়ে রিয়াল সোসিয়াদাদে যাচ্ছেন কাভানি!

ইউনাইটেড ছেড়ে রিয়াল সোসিয়াদাদে যাচ্ছেন কাভানি!

চুরি গেছে পগবার বিশ্বকাপ জয়ের মেডেল

চুরি গেছে পগবার বিশ্বকাপ জয়ের মেডেল

দুবাইয়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে দল কিনছে ম্যানইউ

দুবাইয়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে দল কিনছে ম্যানইউ

হ্যাটট্রিকে ইতিহাস গড়ে ম্যানইউকে জেতালেন রোনালদো

হ্যাটট্রিকে ইতিহাস গড়ে ম্যানইউকে জেতালেন রোনালদো