মৃত্যুর হুমকি পেলেন বায়ার্ন কোচ জুলিয়ান নাগেলসম্যান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৭ এএম, ১৬ এপ্রিল ২০২২
মৃত্যুর হুমকি পেলেন বায়ার্ন কোচ জুলিয়ান নাগেলসম্যান

দল খারাপ খেললে অধিকাংশ ক্ষেত্রেই দায় এসে পড়ে কোচের ঘাড়ে। মাঠেই তাদেরকে ভক্তদের তীব্র রোষানলে পড়তে হয়। আর খেলাটা যদি হয় ইউরোপের কোনো দেশে তাহলে তো কথাই নেই। তবে এবার বিষয়টা আরও গুরুতর। চ্যাম্পিয়নস লিগ থেকে দল বিদায় নেয়ায় মৃত্যুর হুমকি পেয়েছেন বায়ার্ন মিউনিখ কোচ জুলিয়ান নাগেলসম্যান।

চলতি মৌসুমে জার্মান বুন্দেসলিগায় দুর্দান্ত গতিতে ছুটছে বায়ার্ন মিউনিখ। তবে ছিটকে পড়েছে চ্যাম্পিয়নস লিগ ও জার্মান কাপ থেকে। দুটি মর্যাদার আসর থেকে প্রিয় দলের এমন বিদায় মেনে নিতে পারেননি ভক্তরা।

যে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের পাশাপাশি নাগেলসম্যানকে আক্রমণের লক্ষ‍্যবস্তুতে পরিণত করেছেন ভক্তরা। তবে সেটা এবার মাত্রা ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন এই জার্মান কোচ। ব্যাপারটায় হতাশ তিনি।

নাগেলসম্যান বলেন, ‘প্রতিটি ম্যাচের পর আমি (মৃত্যুর হুমকি) পেয়ে থাকি। সেটা আমরা জিতলে বা হারলেও। আমি শুধু প্রথম লাইনটা দেখি এবং এরপর সব একবারে মুছে দেই।’

নিজেকে উপর আক্রমণ সহজেই নিতে পারলেও ব্যক্তিগত আক্রমণ বেশ বিষিয়ে তুলেছে জার্মান কোচকে। নাগেলসম্যান বলেন, ‘তারা আমার মাকেও ছাড় দেয় না। অথচ ফুটবলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এটা বেশ অবমাননাকর।’

সমর্থকদের এসব লাগামহীন কর্মকাণ্ডের কোনো মানে খুঁজে পান না নাগেলসমান। তবে এসব পাত্তা না দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার ব্যাপারেই মনোযোগ দিতে চান তিনি। সামনেই বুন্দেসলিগার ম্যাচ। সেদিকেই মনোযোগ তার।

নাগেলসম্যান বলেন, ‘আমরা যখন ডিফেন্সে তিন জন নিয়ে খেলি তখন আরও মৃত্যুর হুমকি থাকে। আমি এটা কীভাবে মোকাবেলা করবো? আমি এসব একদমই পাত্তা দেই না। আমি এর কারণ বুঝতে পারি না। টিভি বন্ধ করার সঙ্গে সঙ্গে লোকেরা তাদের শালীনতা ভুলে যায়। কিন্তু এগুলো একেবারেই ভিত্তিহীন।’

সমর্থকদের এমন কাণ্ডে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত নাগেলসম্যান। তিনি বলেন,’আমি মনে করি না, ক্লাব নিরাপত্তা বাড়াচ্ছে। আমিও ব্যক্তিগতভাবে এসব পেছনে ফেলে এগিয়ে যাই। আমি এখন কাউকে উস্কে দিতে চাই না।’

বুন্দেসলিগায় রোববার (১৭ এপ্রিল) আর্মিনিয়ার বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন। ২৯ ম্যাচে ২২ জয় ও ৩ ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নাগেলসমানের দল। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমুন্ড।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সা-লেভানডোভস্কি চুক্তিকে ভিত্তিহীন বলছেন আলেমানি

বার্সা-লেভানডোভস্কি চুক্তিকে ভিত্তিহীন বলছেন আলেমানি

লেভানডোভস্কির সিদ্ধান্তের অপেক্ষায় আত্মবিশ্বাসী বার্সা

লেভানডোভস্কির সিদ্ধান্তের অপেক্ষায় আত্মবিশ্বাসী বার্সা

মেসিকে টপকে ফিফার বর্ষসেরা লেভানডোভস্কি

মেসিকে টপকে ফিফার বর্ষসেরা লেভানডোভস্কি

লেভানডোভস্কিকে ছাড়ার মতো ভুল করবে না বায়ার্ন: অলিভার কান

লেভানডোভস্কিকে ছাড়ার মতো ভুল করবে না বায়ার্ন: অলিভার কান