আরেকটি মহারণের জন্য রিয়ালকে প্রস্তত হতে বললেন আনচেলত্তি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩০ পিএম, ২৭ এপ্রিল ২০২২
আরেকটি মহারণের জন্য রিয়ালকে প্রস্তত হতে বললেন আনচেলত্তি

ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে সেমি-ফাইনাল হারলেও জমজমাট লড়াই উপহার দিয়েছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার (২৬ এপ্রিল) সিটিজেনদের মাঠে ৩-৪ গোলে হারলেও ফাইনালে ওঠার লড়াইয়ে এখনো টিকে রয়েছে ১৩ বারের চ্যাম্পিয়নস লিগ জয়ী দলটি। এ কারণেই দ্বিতীয় লেগে ঘরের মাঠে আরেকটি মহারণের জন্য নিজেদের প্রস্তত থাকার কথা বলেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিয়ালের হারের কারণ বিশ্লেষণ করেন আনচেলত্তি। বার্নাব্যুতে আসা রিয়াল দর্শকদের বেশি করে সমর্থন দিতে বলেন এই কোচ। তিনি বলেন, “আমাদের প্রস্তত থাকতে হবে। আমরা আরেকটি যাদুকরী রাতের জন্য লড়াই করতে যাচ্ছি।”

রিয়াল বস সংবাদ সম্মেলনে করিম বেনজেমাকে প্রশংসায় ভাসান। বেনজমা সম্পর্কে আনচেলত্তি বলেন, “করিম ভালো একটা ম্যাচ খেলেছে, যেমনটা সে খেলে থাকে। পেনাল্টি নেওয়ার সময় সে দারুণ ব্যক্তিত্ব দেখিয়েছে।”

রিয়াল মাদ্রিদের মাঝ মাঠের অন্যতম ভরসা লুকা মদ্রিচকে তুলে নিয়েছিলেন আনচেলত্তি। মাঝমাঠের মধ্যমণিকে উঠিয়ে নেওয়ার ব্যাখ্যায় রিয়াল বস বলেন, “মদ্রিচ খুব ভালো খেলেছে। আমি তাকে খারাপ খেলার জন্য উঠাইনি। মাঝেমধ্যে আপনাকে শেষ ১০-১৫ মিনিটের জন্য সতেজ ফুটবলার নামাতে হয় দ্রুত বলের কাছে যাওয়ার জন্য।”

ইতিহাদে ম্যাচ শুরুর মাত্র ১২ মিনিটেই দুই গোলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় মিনিটে সিটিজেন মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনি ও ১১তম মিনিটে জেসুস স্বাগতিকদের এগিয়ে দেন। এই সময়ে কার্লো আনচেলত্তিকে যথেষ্ট হতাশ দেখাচ্ছিল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সেটা স্বীকার করে রিয়াল বস বলেন, “এটা সত্য হতাশ ছিলাম। প্রথমার্ধে আমরা বেশ কয়েকটি ভুল করেছি।”

সাত গোলের ম্যাচে রিয়াল ত্রাতা হয়ে ছিলেন অধিনায়ক করিম বেনজেমা। তার জোড়া গোলে শেষ পর্যন্ত ব্যবধান কমিয়ে ৩-৪ গোলে হারে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ম্যাচে চার গোল করলেও অনেক সহজ গোল মিস করায় ব্যবধান আর বাড়াতে পারেনি সিটিজেনরা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

বেনজেমাকে ব্যালন ডি’অরের যোগ্য মানছেন ভিনিসিয়াস

বেনজেমাকে ব্যালন ডি’অরের যোগ্য মানছেন ভিনিসিয়াস

সিটিকে নিয়ে রিয়ালকে ভাবার পরামর্শ তেভেজের

সিটিকে নিয়ে রিয়ালকে ভাবার পরামর্শ তেভেজের

চেলসি ছাড়ছেন জার্মান ডিফেন্ডার অ্যান্তেনিও রুডিগার

চেলসি ছাড়ছেন জার্মান ডিফেন্ডার অ্যান্তেনিও রুডিগার

শিরোপা জয়ের দৌড়ে রিয়ালকে ‘লাকি’ বললেন আলভেজ

শিরোপা জয়ের দৌড়ে রিয়ালকে ‘লাকি’ বললেন আলভেজ