যুদ্ধবিধস্ত ইউক্রেনকে শিরোপা উৎসর্গ করলেন জিনচেনকো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৯ পিএম, ২৩ মে ২০২২
যুদ্ধবিধস্ত ইউক্রেনকে শিরোপা উৎসর্গ করলেন জিনচেনকো

ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ওলেক্সান্ডার জিনচেনকোর জন্য সদ্য শেষ হওয়া প্রিমিয়ার লিগটা একটু অন্যরকম ছিল। রাশিয়ার আক্রমণে তার দেশ ইউক্রেন ভালো নেই। প্রতিটা ম্যাচই দেশের জন্য খেলতে নামেন জিনচেনকো। এবার শিরোপাটাও দেশকেই উৎসর্গ করলেন এই ইউক্রেনীয় ফুটবলার।

লিভারপুলকে পিছনে ফেলে চতুর্থবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে ম্যানসিটি। শিরোপা জয় উদযাপনের সময় সবার থেকে একটু আলাদাভাবেই উদযাপন করলেন জিনচেনকো। সবাই যখন সামনে ফিরে উদযাপনে বব্যস্ত, জিনচেনকো তখন পিছনে ফিরে আসেন।

ইউক্রেনীয় খেলোয়াড় দেশের মানুষদের প্রতি সম্মান জানালেন অভিনব কায়দায়। গায়ে জাতীয় পতাকা জড়িয়ে ট্রফিটা নিয়ে সবার পিছনে চলে আসেন এই মিডফিল্ডার। এরপর কিছুক্ষণ উল্লাস করার পর গায়ের পতাকা খুলে পড়িয়ে দেন ট্রফিটার গায়ে। এ সময় আবেগ সংবরণ করতে পারেননি তিনি।

বর্তমানে ইউক্রেনের অবস্থা ভয়াবহ। রাশিয়ার আগ্রাসনের কারণে মানবেতর জীবনযাপন করছে ইউক্রেনীয় জনগণ। মাথা গোঁজার মতো ঠাই নেই। খাদ্য সংকটও প্রকট। এমতাবস্থায় দেশটির সাহায্যে এগিয়ে এসেছে বিশ্বের নানা দেশ। আর্থিকভাবেও সহায়তা করছে তারা।

২০১৭ সালে ধারে ইউক্রেনীয় ক্লাব এইন্ডোবেন থেকে ধারে ম্যানসিটিতে আসেন জিনচেনকো। তারপর থেকে ইংলিশ ক্লাবটির হয়েই খেলছেন এই মিডফিল্ডার। সিটিজেনদের হয়ে জিতেছেন তিনটি লিগ শিরোপা, চারটি ইংলিশ লিগ কাপ, একটি এফএ কাপ ও দুটি সুপার কাপ।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

যুগ যুগ ধরে মানুষ আমাদের মনে রাখবে: গার্দিওয়ালা

যুগ যুগ ধরে মানুষ আমাদের মনে রাখবে: গার্দিওয়ালা

পিএসজির কোচ হওয়ার প্রস্তাবে জিদানের ‘না'

পিএসজির কোচ হওয়ার প্রস্তাবে জিদানের ‘না'

১১ বছর পর শিরোপা জিতলো এসি মিলান

১১ বছর পর শিরোপা জিতলো এসি মিলান

লিভারপুলকে হতাশায় ডুবিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো ম্যানসিটি

লিভারপুলকে হতাশায় ডুবিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো ম্যানসিটি