মার্সেলো-আলভেসকে নিজ ক্লাবে চান রোনালদো নাজারিও

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৪ পিএম, ২০ জুন ২০২২
মার্সেলো-আলভেসকে নিজ ক্লাবে চান রোনালদো নাজারিও

খেলোয়াড়ি জীবনকে বিদায় বললেও ফুটবলকে ছাড়েননি ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও। বর্তমানে স্প্যানিশ ক্লাব রিয়াল ভায়াদোলিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা এই কোচ চান তার দলে খেলুক ব্রাজিলের দুই ফুটবলার মার্সেলো ও দানি আলভেজ।

২০২২-২৩ মৌসুমে স্পেনের শীর্ষ ফুটবল লিগ লা লিগায় খেলবে রিয়াল ভায়াদোলিদ। দলকে লা লিগায় টিকিয়ে রাখতে নামি-দামি খেলোয়াড়দের দলে ভেড়াতে কাজ শুরু করেছেন রোনালদো। এরই অংশ হিসেবে মার্সেলো ও আলভেসকে চান।

২০২১-২২ মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছেড়েছেন মার্সেলো ও বার্সেলোনা ছেড়েছেন দানি আলভেস। এই দুই ব্রাজিলিয়ান তারকার ভবিষ্যত গন্তব্য কি হবে এখনও জানা যায়নি। এর মধ্যেই এই দুইজনকে নিজের দলে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন রোনালদো।

এই দুই ফুটবলার কোনো ক্লাবের সাথে চুক্তিবদ্ধ না থাকায় তাদেরকে দলে নিতে রিয়াল ভায়াদোলিদকে কোনো অর্থই খরচ করতে হবে না। মূলত এই কারণেই তাদেরকে দলে ভেড়াতে বেশি আগ্রহী রোনালদো।

এছাড়াও ২০২২ কাতার বিশ্বকাপে নিজ দেশ ব্রাজিলকে প্রতিনিধিত্ব করতে মরিয়া আছেন মার্সেলো ও দানি আলভেস। বিশ্বকাপে জায়গা পেতে পেলে ব্রাজিল কোচ তিতের সামনে নিজেকে প্রমাণ করতে হবে। বয়সের ভারে নামী কোনো ক্লাবে গেলে এই দুই ফুটবলার একাদশে সুযোগ পাবেন কি-না তা নিয়েও রয়েছে সন্দেহ। এই দিক বিবেচনাতেই তাদেরকে দলে ভেড়ানোর প্রস্তাব দিতে পারে রিয়াল ভায়াদোলিদ।

রোনালদোর ক্লাব এই দুই ব্রাজিলিয়ানকে এখনও প্রস্তাব না দিলেও অন্য ক্লাবগুলো অবশ্য বসে নেই। ইতিমধ্যেই ইতালিয়ান ক্লাব এসি মিলান থেকে প্রস্তাব পেয়েছেন মার্সেলো। দানি আলভেস প্রস্তাব পেয়েছেন স্বদেশি ক্লাব ফ্ল্যামিঙ্গো থেকে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

রদ্রিগোকে ব্রাজিলের ১০ নম্বর জার্সি দিতে চান নেইমার

রদ্রিগোকে ব্রাজিলের ১০ নম্বর জার্সি দিতে চান নেইমার

শতবর্ষে বিশ্বকাপ: ২০৩০ সালে স্বাগতিক হতে চায় আর্জেন্টিনা-উরুগুয়ে

শতবর্ষে বিশ্বকাপ: ২০৩০ সালে স্বাগতিক হতে চায় আর্জেন্টিনা-উরুগুয়ে

দানি আলভেজ থাকতে চাইলেও বার্সেলোনা রাজি হয়নি

দানি আলভেজ থাকতে চাইলেও বার্সেলোনা রাজি হয়নি

অশ্রুভেজা চোখে রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নিলেন মার্সেলো

অশ্রুভেজা চোখে রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নিলেন মার্সেলো