মার্শেইয়ের দায়িত্ব ছাড়লেন আর্জেন্টিনার সাবেক বস সাম্পাওলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ০১ জুলাই ২০২২
মার্শেইয়ের দায়িত্ব ছাড়লেন আর্জেন্টিনার সাবেক বস সাম্পাওলি

২০১৮ রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার দায়িত্বে ছিলেন হোর্হে সাম্পাওলি। বিতর্কিত সেই সময় পেরিয়ে এতোদিন ফরাসি ক্লাব অলিম্পিক মার্শেইয়ের দায়িত্ব ছিলেন সাম্পাওলি। দলকে উয়েফা চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করে দিয়ে দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি।

শুক্রবার (১ জুলাই) হোর্হে সাম্পাওলির দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে অলিম্পিক মার্শেই কর্তৃপক্ষ। তবে দায়িত্ব ছেড়ে কোথায় যাচ্ছেন সেই বিষয়টি এখনও নিশ্চিত করেনি কেউই।

ফরাসি ক্লাব অলিম্পিক মার্শেইয়ের দায়িত্বে খুব বেশিদিন ছিলেন না সাম্পাওলি। ২০২১ সালের মার্চে দলটির দায়িত্ব নিয়েছিলেন। তার অধীনে ২০২১-২২ মৌসুমে তার অধীনে মার্শেই দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করে।

দায়িত্ব ছাড়ার পর মার্শেই তাদের বিবৃতিতে জানিয়েছে, “একসাথে ১৬ মাস কাজ করার পর এখন নতুন কারো উপর ভরসা করতে হচ্ছে। এখন আমাদের নতুন স্পোর্টিং প্রকল্প নিয়ে আগাতে হবে।”

মার্শেইয়ের দায়িত্ব নেওয়ার আগে ব্রাজিলের ক্লাব অ্যাথলেটিকো মিনেইরো ও সান্তোসকে কোচিং করিয়েছেন তিনি। এর আগে চিলি ও আর্জেন্টিনাকে কোচিং করিয়েছিলেন তিনি। চিলিকে জিতিয়েছিলেন কোপা আমেরিকা শিরোপা।

চলতি বছরের আগস্টে রেইমসের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে মার্শেই। এর আগেই নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শেষ করবে ক্লাবটি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

না খেলেই পূর্ণ পয়েন্ট চায় ব্রাজিল-আর্জেন্টিনা

না খেলেই পূর্ণ পয়েন্ট চায় ব্রাজিল-আর্জেন্টিনা

বার্সেলোনার আচরণে বিরক্ত ডি মারিয়া, যাচ্ছেন জুভেন্টাসে

বার্সেলোনার আচরণে বিরক্ত ডি মারিয়া, যাচ্ছেন জুভেন্টাসে

ইউরোপ ছেড়ে আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেটে সুয়ারেজ

ইউরোপ ছেড়ে আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেটে সুয়ারেজ

কাতার বিশ্বকাপে দলে জায়গা নিয়ে ডি মারিয়ার মনে সংশয়!

কাতার বিশ্বকাপে দলে জায়গা নিয়ে ডি মারিয়ার মনে সংশয়!