অর্থ না থাকলেও বার্সেলোনা সব ফুটবলার কিনে: ন্যাগেলসম্যান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৩ পিএম, ২০ জুলাই ২০২২
অর্থ না থাকলেও বার্সেলোনা সব ফুটবলার কিনে: ন্যাগেলসম্যান

ঋণের ভারে জর্জরিত থাকলেও দল-বদলে ফুটবলার কিনতে মোটেও কার্পণ্য নেই বার্সেলোনার। ঠিক কিভাবে কাতালানরা এতো ফুটবলার কিনছে সেটা ভেবে কুল পাচ্ছেন না জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ কোচ জুলিয়ান ন্যাগেলসম্যান। তার মতে, অর্থ না থাকলেও পছন্দের সব ফুটবলারকে কিনে নেয় ক্লাবটি।

২০২১-২২ মৌসুম শেষ হওয়ার আগেই গুঞ্জন উঠেছিল বায়ার্ন ছাড়তে পারেন রবার্ট লেভানডোভস্কি। শেষ পর্যন্ত গুঞ্জন থামিয়ে কাতালান ক্লাবটিই হয়ে উঠেছে এই পোলিশ স্ট্রাইকারের নিজ ক্লাব।

তাকে দলে নিতে বার্সেলোনার খরচ করতে হয়েছে প্রায় ৫০ মিলিয়ন ইউরো। এছাড়াও ৬৮ মিলিয়ন ইউরো দিয়ে লিডস ইউনাইটেড থেকে রাফিনহাকে দলে ভিড়িয়েছে তারা। প্রায় ১০০ কোটি ইউরোর বেশি ঋণগ্রস্থ থাকা বার্সেলোনা এই দুই ফুটবলারকে অনেক বেশি দামে দলে ভেড়ানোয় বেশ অবাক বায়ার্ন কোচ ন্যাগেলসম্যান। 

তিনি বলেন, “বিশ্বে এটাই একমাত্র ক্লাব, যাদের কোনো অর্থ নেই। তারপরও যে খেলোয়াড়কে তারা চায়, তাদের সবাইকে কিনে নেয়। আমি জানি না, কিভাবে তারা এ কাজটি করে। এটা একটু অদ্ভূত, একটু পাগলাটে।”

কিছুদিন আগে লা লিগার সভাপতি হ্যাভিয়ের তেবাস ও ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছিল, রবার্ট লেভানডোভস্কিকে দলে ভেড়াতে হলে দুই-তিনজন ফুটবলারকে বিক্রি করতে হবে ক্লাবটিকে। তবে সেই হিসেবকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রবার্ট লেভানডোভস্কিকে নিজেদের ডেরায় নিয়েছে বার্সেলোনা।

শুধু রবার্ট লেভানডোভস্কি কিংবা রাফিনহা না, ফ্রাঙ্ক কেসি-আন্দ্রেয়া ক্রিস্টেনসেনের মতো তারকা ফুটবলারদেরকে নিজেদের দলে ভিড়িয়েছে বার্সেলোনা। যদিও তাদেরকে দলে নিতে তাদেরকে খরচ করতে হয়নি একটি কানাকড়িও।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সেলোনা সেরা দল: রাফিনহা

রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সেলোনা সেরা দল: রাফিনহা

বার্সেলোনাতেই ‘যাচ্ছেন’  রবার্ট লেভানডভোস্কি

বার্সেলোনাতেই ‘যাচ্ছেন’ রবার্ট লেভানডভোস্কি

বার্সেলোনা ‘বি’ দলের দায়িত্বে মেক্সিকান কিংবদন্তি মারকুয়েজ

বার্সেলোনা ‘বি’ দলের দায়িত্বে মেক্সিকান কিংবদন্তি মারকুয়েজ

শীর্ষ লিগ ছেড়ে দ্বিতীয় বিভাগের লিগে খেলবেন ফ্যাব্রিগাস

শীর্ষ লিগ ছেড়ে দ্বিতীয় বিভাগের লিগে খেলবেন ফ্যাব্রিগাস