জার্সি খুলে নারী ফুটবলারের উল্লাস, ফিরলো দুই যুগের স্মৃতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪২ পিএম, ০১ আগস্ট ২০২২
জার্সি খুলে নারী ফুটবলারের উল্লাস, ফিরলো দুই যুগের স্মৃতি

নারী ইউরো ফাইনালে ৫৬ বছরের শিরোপা ক্ষুধা মিটেছে ইংল্যান্ডের। অতিরিক্ত সময়ের গোলে ইংল্যান্ডের এই শিরোপাখরা ঘুচিয়েছেন ক্লোয়ে কেলি। গোল করেই জার্সি খুলে উল্লাসে মাতোয়ারা হয়ে পড়েন এই ফুটবলার। এতেই ফিরেছে ১৯৯৯ সালে ব্র্যান্ডি চ্যাস্টেইনের জার্সি খুলে উল্লাসের ওই দৃশ্য।

রোববার (৩১ জুলাই) ওয়েম্বলি স্টেডিয়ামে নির্ধারিত সময়ে জার্মানির সাথে ১-১ গোলে ড্র করে খেলা অতিরিক্ত সময়ে নিয়ে যায় ইংল্যান্ড। ১১০তম মিনিটে গোল করে ইংলিশদের শিরোপা খরা ঘোচান ক্লোয়ে কেলি।

বল জালে জড়ানোর পর নিজের জার্সি খুলে উদযাপনে মাতেন কেলি। আন্তর্জাতিক ফুটবলে এটাই ছিল তার প্রথম গোল। আর সেই গোলেই নিশ্চিত হয় ইংলিশদের নারী ইউরোর শিরোপা। তাও কি-না আটবারের চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে।

নারী কিংবা পুরুষ, ফুটবলে শিরোপা বলতে ইংলিশদের ছিল ১৯৬৬ বিশ্বকাপ। এর আগে কিংবা পরে বারবারই শিরোপা থেকে বঞ্চিত হচ্ছিল তারা। তবে সেই অপেক্ষাটা ঘুচিয়েছে ইংল্যান্ডের নারীরা। ৫৬ বছর পর দেশকে উপহার দিয়েছে ফুটবলের কোনো শিরোপা।

১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের প্যাসাডেনায় ১৯৯৯ নারী বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল চীন ও যুক্তরাষ্ট্র। ওই ম্যাচে চীনের বিপক্ষে পেনাল্টি শুটআউটে যুক্তরাষ্ট্রের হয়ে শেষ শট নেন ব্র্যান্ডি চ্যাস্টেইন।

তার শটে ৫-৪ ব্যবধানে মার্কিনদের বিশ্বকাপ শিরোপা জয় নিশ্চিত হয়। আর জয় নিশ্চিত করেই জার্সি খুলে উল্লাস শুরু করেন ব্র্যান্ডি চ্যাস্টেইন। সেই পুরোনো স্মৃতিই ফিরিয়েছেন ক্লোয়ি কেলি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথমবারের মতো নারীদের ইউরো জিতলো ইংল্যান্ড

প্রথমবারের মতো নারীদের ইউরো জিতলো ইংল্যান্ড

উইমেনস ইউরোতে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

উইমেনস ইউরোতে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

নারী ইউরোর চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই রেকর্ড সংখ্যক দর্শক

নারী ইউরোর চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই রেকর্ড সংখ্যক দর্শক

অনলাইনে ফুটবলারদের হেনস্তা ঠেকাতে উদ্যোগ নিয়েছে উয়েফা

অনলাইনে ফুটবলারদের হেনস্তা ঠেকাতে উদ্যোগ নিয়েছে উয়েফা