সমর্থন প্রয়োজন, এটা কেবলই সফলতার শুরু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৭ এএম, ২২ সেপ্টেম্বর ২০২২
সমর্থন প্রয়োজন, এটা কেবলই সফলতার শুরু

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে এক যুগের বেশি সময় পার করে ফেলেছেন কাজী সালাউদ্দিন। তবে ফেডারেশনের সভাপতি হিসেবে সাফল্য কি জিনিস সেটা আর আগে বোঝা হয়নি তার। অবশেষে সাবিনা-কৃষ্ণাদের সাফ জয়ের সৌজন্যে বড় কোনো সাফল্য পেলেন বাংলাদেশ ফুটবলের এই অভিভাবক।

নারীদের সাফ চ্যাম্পিয়নশিপ জিতে বুধবার (২১ সেপ্টেম্বর) দেশে ফিরেছে বাংলাদেশ নারী দল। বিমানবন্দরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের উর্ধ্বতন কর্মকর্তারা সাবিনাদের বরন করে নিতে উপস্থিত ছিলেন। অথচ মেয়েদের উপর মিডিয়া নজর পুরোটা রাখার জন্য সেখানেও যাননি বাফুফে সভাপতি।

বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে কাকলী, জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিজয় সরণি, তেজগাঁও, মৌচাক, কাকরাইল, আরামবাগ, মতিঝিল শাপলা চত্বর হয়ে সাবিনা-কৃষ্ণাদের নেওয়া হয়েছে বাফুফে ভবনে।

সেখানেই বাফুফের পক্ষ থেকে খেলোয়াড়দের একটি সংবাদ সম্মেলন করা হয়। সেখানেই বাফুফে সভাপতি বলেন সফলতার একটা কেবলই শুরু। এ সময় সবার সমর্থন কামনা করেন তিনি।

বাফুফে সভাপতি বলেন, “এটা (সাফ জেতা) কেবলই সফলতার শুরু। আমরা যদি একসঙ্গে থাকি, তবে আমরা এই ধরনের আরও অনেক সফলতা দেখতে পাব। আমার সবার সমর্থন প্রয়োজন। আপনারা সবাই যে কষ্ট করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ।” 

২০০৩ সালের পর এই প্রথম বড় কোনো সাফল্য পেয়েছে বাংলাদেশ ফুটবল। এইও সাফল্যের জন্য অধিনায়ক, কোচের পাশাপাশি গণমাধ্যমকেও ধন্যবাদ জানিয়েছেন কাজী সালাউদ্দিন। 

“আমি দুটি কথা এখানে বলতে চাই। প্রথমত, বাংলাদেশ ফুটবল দলের এই সাফল্যের কৃতিত্ব দিতে হয় খেলোয়াড় এবং ম্যানেজমেন্টকে। আজকের এই প্রাপ্তিটা তাদের হাত ধরে এসেছে। সে সঙ্গে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদেরও। আপনাদের ইতিবাচক ভূমিকার কারণেই সমুদ্রের মতো মানুষের ঢল নেমেছে।”

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

বিমানবন্দরে বিশৃঙ্খলায় বাতিল প্রথম সংবাদ সম্মেলন!

বিমানবন্দরে বিশৃঙ্খলায় বাতিল প্রথম সংবাদ সম্মেলন!

‘এই ট্রফি বাংলাদেশের সব মানুষের’

‘এই ট্রফি বাংলাদেশের সব মানুষের’

সাবিনা-কৃষ্ণাদের ৫০ লাখ টাকা উপহার দিবে বিসিবি

সাবিনা-কৃষ্ণাদের ৫০ লাখ টাকা উপহার দিবে বিসিবি

ইতিহাস গড়ে সাফ শিরোপা জিতলো বাংলার বাঘিনীরা

ইতিহাস গড়ে সাফ শিরোপা জিতলো বাংলার বাঘিনীরা