আন্তর্জাতিক বিরতিতে ‘ক্ষতিগ্রস্ত’ বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৪ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২
আন্তর্জাতিক বিরতিতে ‘ক্ষতিগ্রস্ত’ বার্সেলোনা

ফুটবলে আন্তর্জাতিক বিরতি হলেই কপালে চিন্তার ভাঁজ পড়ে ক্লাবগুলোর কোচদের। এরপর যদি জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে খেলোয়াড়রা ইনজুরিতে পড়ে তাহলে তো আর কথাই নেই!

এবারের আন্তর্জাতিক বিরতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, দলটির কোচ জাভি হার্নান্দেজ হয়তো আন্তর্জাতিক ফুটবল শেষ হলে হাফ ছেড়ে বাঁচেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ফ্রান্সের হয়ে খেলার সময় অস্ট্রিয়ার বিপক্ষে চোট পেয়েছেন জুলস কুন্দে। পরের দিন উরুগুইয়ের হয়ে খেলার সময়ে চোট নেয়ে মাঠ ছেড়েছেন আরাহো।

দু’জনেই বার্সেলোনার রক্ষণভাগের গুরুত্বপূর্ণ অংশ। নতুন করে সবকিছু ঢেলে সাজাতে কোচ জাভির পরিকল্পনার বেশিরভাগ জুড়ে আছেন। 

এর আগে নেদারল্যান্ডসের হয়ে হ্যামিস্ট্রিংয়ের চোট পেয়েছে উইঙ্গার মেম্পিস ডিপাই ও মিডফিল্ডার ফ্রাঙ্কি ডি ইয়ং। 

চারজনের তিনজই চলতি মৌসুমে বার্সেলোনার প্রথম একাদশের নিয়মিত মুখ। ডিপাই প্রথম একাদশে না থাকলেও বেশিরভাগ ম্যাচেই তাকে বদলি হিসেবে নামাচ্ছেন জাভি।

সামনে কাতারে বিশ্বকাপের আগ পর্যন্ত ঠাসা সূচি বার্সেলোনা। লা লিগার ও চ্যাম্পিয়নস লিগের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে দলটির। এমন অবস্থায় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের চোট দুর্ভাবনায় ফেলেছে কোচ জাভিকে।

এরা খুব দ্রুত না ফিরতে পারলে কপাল খুলতে পারে অভিজ্ঞ কিউল ডিফেন্ডার জেরার্ড পিকের। চলতি মৌসুমে বেশিরভাগ সময়েই ডাগআউটে কাটাতে হচ্ছে তাকে।

কুন্দে ও আরাহো না থাকলে জাভির প্রথম পছন্দ হতে পারেন পিকে। চেলসি থেকে এ মৌসুমেই ন্যূ ক্যাম্পে আসা ক্রিস্টেনসনকেও বিকল্প হিসেবে খেলাতে পারেন বার্সেলোনা বস। 

চলতি বছরের ২ অক্টোবর দিবাগত রাতে লা লিগায় মায়োর্কার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এর তিন দিন পর চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের মুখোমুখি হবে জাভির দল। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

চেক রিপাবলিককে হারিয়ে শীর্ষে উঠলো পর্তুগাল

চেক রিপাবলিককে হারিয়ে শীর্ষে উঠলো পর্তুগাল

আমাদের আর সমর্থকদের অনুভূতি একই: মেসি

আমাদের আর সমর্থকদের অনুভূতি একই: মেসি

কাতার বিশ্বকাপে নিরাপত্তার দায়িত্বে তিন হাজার তুর্কি পুলিশ

কাতার বিশ্বকাপে নিরাপত্তার দায়িত্বে তিন হাজার তুর্কি পুলিশ

নেশন্স লিগ থেকে অবনমন ইংল্যান্ডের

নেশন্স লিগ থেকে অবনমন ইংল্যান্ডের