মৌসুম পেরুতেই শেষ ডিপাইয়ের বার্সেলোনা অধ্যায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ১৪ আগস্ট ২০২২
মৌসুম পেরুতেই শেষ ডিপাইয়ের বার্সেলোনা অধ্যায়

২০২১-২২ মৌসুমের আগে ফ্রি ট্রান্সফারে বেশ ঘটা করে অলিম্পিক লিওঁ থেকে বার্সেলোনায় যোগ দেন মেম্ফিস ডিপাই। ফর্মে থাকার পরও জাভি কোচ হয়ে আসার পর হারিয়েছিলেন জায়গা। এবার তাকে দলই ছাড়তে হচ্ছে। ডিপাইয়ের নতুন ঠিকানা হতে যাচ্ছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস।

রোন্যাল্ড কোম্যানের অধীনে বার্সেলোনা দলে যোগ দিয়েছিলেন মেম্ফিস ডিপাই। নিজেকে প্রমাণও করেছিলেন। কোম্যানের অধীনে খেই হারিয়ে ফেলা বার্সেলোনার দায়িত্ব নেওয়া জাভি হার্নান্দেজ কোচ হয়ে আসার পর একাদশে জায়গা হারান তিনি।

মূলত বার্সেলোনা একাডেমি লা মাসিয়া গ্রাজুয়েটদের বেশি প্রাধান্য দেওয়ায় জাভির পছন্দের তালিকায় নেই এই ডাচ ম্যান। তাই কাতালুনিয়া ছেড়ে নতুন ঘাটি গড়তে যাচ্ছেন তুরিনে। সেখানে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের সাথে দুই বছরের চুক্তি করবেন তিনি।

বার্সেলোনার হয়ে এক মৌসুমে ৩৬ ম্যাচে মাঠে নেমেছিলেন মেম্ফিস ডিপাই। এই সময়ে ১৩ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছিলেন দুই গোল।

স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে ২০২৩ সাল পর্যন্ত চুক্তিতে আসা এই ফুটবলারের রিলিজ ক্লজ রাখা হয়েছিল ৪০০ মিলিয়ন ইউরো। তাকে দলে ভেড়াতে জুভেন্টাসকে ঠিক কি পরিমাণ অর্থ ব্যয় করতে হবে তা এখনো জানা যায়নি।

বার্সেলোনায় যোগ দেওয়ার আগে ম্যানচেস্টার ইউনাইটেড, অলিম্পিক লিওঁ ও পিএসভি আন্দেনহোভেনের হয়ে খেলেছিলেন। জাতীয় দল নেদারল্যান্ডসের হয়ে এখন পর্যন্ত ৮০ ম্যাচে করেছেন ৪২ গোল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনার উপর প্রত্যাশা বেড়েছে: জাভি

বার্সেলোনার উপর প্রত্যাশা বেড়েছে: জাভি

স্বস্তি ফিরলো ন্যূ ক্যাম্পে, নিবন্ধন সম্পন্ন লেভানডোভস্কিদের

স্বস্তি ফিরলো ন্যূ ক্যাম্পে, নিবন্ধন সম্পন্ন লেভানডোভস্কিদের

মেম্ফিসকে বিক্রি করার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে বার্সেলোনা

মেম্ফিসকে বিক্রি করার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে বার্সেলোনা

বায়ার্ন ম্যাচ বার্সার জন্য ফাইনাল :  ডিপাই

বায়ার্ন ম্যাচ বার্সার জন্য ফাইনাল :  ডিপাই