বদলী এমবাপের কল্যাণে শীর্ষে পিএসজি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪১ পিএম, ০২ অক্টোবর ২০২২
বদলী এমবাপের কল্যাণে শীর্ষে পিএসজি

বদলী বেঞ্চ থেকে উঠে গিয়ে লিগ ওয়ানে পিএসজিকে জয় উপহার দিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। শনিবার নিসের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

কোচ ক্রিস্টোফে গালটিয়ার মূল একাদশ থেকে বিশ্রাম দিয়েছিলেন এমবাপেকে। মূলত বেনফিকার বিপক্ষে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচকে সামনে রেখেই গালটিয়ার এমন সিদ্ধান্ত নিয়েছেন।

বিশ্বকাপের আগে ছয় সপ্তাহে পিএসজি ১১টি ম্যাচে অংশ নিবে। ফলে এমবাপের স্থানে মাঠে নেমেছিলেন ২০ বছর বয়সী আরেক ফরাসি তরুণ অ্যাটাকার হুগো একিটিকে। পিএসজির হয়ে একিটিকের এটাই মূল একাদশে প্রথম ম্যাচ।

পার্ক ডি প্রিন্সেসে অবশ্য ২৯ মিনিটে পিএজসিকে লিড এনে দিয়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের কার্লিং ফ্রি-কিক নিসের দেয়ালের ওপর দিয়ে গোলরক্ষক কাসপার শিমিচেলকে বোকা বানিয়ে জালে প্রবেশ করে। শিমিচেলের দাঁড়িয়ে তা দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।

বিরতির পরপরই ৪৭ মিনিটে গায়েটান লাবোরডে সফরকারী নিসের হয়ে সমতা ফেরান। এই মৌসুমের আগে গালটিয়ারের অধীনে নিসে খেলেছেন লাবোরডে। পিএসজির রক্ষণভাগের বড় ভুলে লাবোরডে সমতা ফেরাতে দেরি করেননি। ৫৯ মিনিটে একিটিকের পরিবর্তে মাঠে নামেন এমবাপে।

ম্যাচ শেষের ৭ মিনিট আগে এমবাফে জয়সূচক গোলটি করেন। এ নিয়ে মৌসুমের অষ্টম গোল করলেন এমবাপে। এর ফলে লিগ ওয়ানে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সতীর্থ নেইমারের সাথে সমানভাকে শীর্ষে নাম লেখালেন এ ফরাসি তরুণ।

শুক্রবার এ্যাঙ্গার্সকে ৩-০ গোলে পরাজিত করা মার্সেইর থেকে দুই পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি। এছাড়া দিনের শুরুতে ধুকতে তাকা স্ট্রাসবার্গকে ৩-১ গোলে পরাজিত করে পঞ্চম স্থানে ওঠে এসেছে রেনে। ৯ ম্যাচে একটিও জয় না পাওয়া স্ট্রাসবার্গ মাত্র ৫ পয়েন্ট নিয়ে রয়েছে রেলিগেশন জোনে।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনাকে ৯টি শর্ত দিয়েছিলেন মেসি!

বার্সেলোনাকে ৯টি শর্ত দিয়েছিলেন মেসি!

মেসির একমাত্র গোলে পিএসজির কষ্টার্জিত জয়

মেসির একমাত্র গোলে পিএসজির কষ্টার্জিত জয়

পিছিয়ে পড়েও মেসি-নেইমার-এমবাপের গোলে পিএসজির জয়

পিছিয়ে পড়েও মেসি-নেইমার-এমবাপের গোলে পিএসজির জয়

এমবাপের জোড়া গোল, জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু পিএসজির

এমবাপের জোড়া গোল, জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু পিএসজির