মেসিকে ছাড়া আবারও জয় বঞ্চিত পিএসজি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩০ এএম, ১২ অক্টোবর ২০২২
মেসিকে ছাড়া আবারও জয় বঞ্চিত পিএসজি

চোট থেকে পুরো সুস্থ না হওয়ায় ছিলেন না লিওনেল মেসি। তাকে ছাড়া টানা দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে প্রতিপক্ষের সাথে পয়েন্ট ভাগাভাগি করতে হলো ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই’কে (পিএসজি)। 

মঙ্গলবার (১১ অক্টোবর) চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে বেনিফিকার মুখোমুখি হয়েছিল পিএসজি। দুই পেনাল্টির গোলে প্রথম লেগের মতো এই ম্যাচও শেষ হলো ১-১ গোল ব্যবধানের ড্র-তে

বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও আক্রমণে গিয়ে বারবার খেই হারিয়েছে পিএসজি। মেসি না থাকলেও এ ম্যাচের শুরু থেকেই ছিলেন কিলিয়ান এমবাপে ও নেইমার জুনিয়র।

ম্যাচের ৩৮তম মিনিটে হুয়ান ভেরনাত ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পিএসজি। স্পটকিক থেকে নিখুঁত দক্ষতায় লক্ষ্যভেদ করেন এমবাপে। এই গোল দিয়েই চ্যাম্পিয়নস লিগে পিএসজির জার্সিতে সর্বোচ্চ গোলদাতার (৩১ গোল) আসনে বসেছেন তিনি।

বিরতি থেকে ফিরেও অগোছালো ফুটবল খেলতে থাকে পিএসজি। ম্যাচের ৬২তম মিনিটে বেনিফিকার রাফাকে ভেরাত্তি ফাউল করেন। ভিএআরে চেক করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে দলকে সমতায় ফেরান জোয়াও মারিও।

এরপর একাধিক চেষ্টা করেও আর জয়সূচক গোল বের করতে পারনি দুই দল। ফলে ড্র- নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

এই ড্র-তে আট পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে পিএসজি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুই নম্বরে বেনিফিকা।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

রুদিগারের রক্তাক্ত হেডে হার এড়ালো রিয়াল

রুদিগারের রক্তাক্ত হেডে হার এড়ালো রিয়াল

দিবালাকে নিয়ে চিন্তার ভাঁজ আর্জেন্টাইন কোচের কপালে

দিবালাকে নিয়ে চিন্তার ভাঁজ আর্জেন্টাইন কোচের কপালে

রোনালদোর রেকর্ড, এভারটনকে হারালো ইউনাইটেড

রোনালদোর রেকর্ড, এভারটনকে হারালো ইউনাইটেড

হল্যান্ডকে নিয়ে ‘হতাশ’ গার্দিওয়ালা

হল্যান্ডকে নিয়ে ‘হতাশ’ গার্দিওয়ালা