চোখের জলে বিশ্বকাপ থেকে সুয়ারেজের বিদায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৫ পিএম, ০৪ ডিসেম্বর ২০২২
চোখের জলে বিশ্বকাপ থেকে সুয়ারেজের বিদায়

কাতার বিশ্বকাপে ঘানার বিপক্ষে ২-০ গোলে জয়লাভের পরও দল আসর থেকে ছিটকে পড়েছে। বিশ্বকাপ থেকে দলের এমন ছিটকে পড়ায় ‘দুঃখ ও হাতাশা’ নিয়ে চতুর্থ ও শেষবারের মতো বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজ।

কাতারে চলমান বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপের শেষ ম্যাচে জয়ী হয়েছিল উরুগুয়ে। তবে গ্রুপের অন্য ম্যাচে পর্তুগালের বিপক্ষে ২-১ গোলে জয়লাভ করায় গোল ব্যবধানে এগিয়ে থেকে নকআউট পর্ব নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া। অথচ ঘানার বিপক্ষে আর একটি গোল করতে পারলেই দ্বিতীয় পর্বে যেতে পারতো উরুগুয়ে।

ম্যাচ শেষে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন সুয়ারেজ। এ সময় তার সতীর্থ এডিনসনকে দেখা যায় চেঞ্জিং রুম থেকে ভিএআর স্ক্রিনের দিকে তেড়ে আসতে। পরে উরুগুয়ে টেলিভিশনকে ৩৫ বছর বয়সি সুয়ারেজ বলেন, “আমি দুঃখিত ও হাতাশ। সেই সঙ্গে চারটি বিশ্বকাপ খেলতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।”

তিনি আরও বলেন, “ম্যাচের আগে আমি আমার চার বছরের ছেলের কথা ভাবছিলাম, যে আর কখনো আমাকে বিশ্বকাপে জিততে দেখবে না। আজ অবশ্য সে আমাকে জিততে দেখেছে। তবে একই সঙ্গে দুঃখভারাক্রান্ত মলিন চেহারাও দেখেছে। একজন খেলোয়াড় ও একজন পিতা হিসেবে বিষয়টি বেশ কঠিন।”

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসির মাইলফলকের ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

মেসির মাইলফলকের ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

নেইমারকে দ্রুত সুস্থ করতে নাসার প্রযুক্তি ব্যবহার

নেইমারকে দ্রুত সুস্থ করতে নাসার প্রযুক্তি ব্যবহার

গ্যালারিতে বসে নেইমারদের জয় দেখলেন তামিম ইকবাল

গ্যালারিতে বসে নেইমারদের জয় দেখলেন তামিম ইকবাল

এমবাপ্পের জোড়া গোলে শেষ ষোলোতে ফ্রান্স

এমবাপ্পের জোড়া গোলে শেষ ষোলোতে ফ্রান্স