দল কোয়ার্টারে, বিশ্বকাপ ছাড়তে বাধ্য হলেন রহিম স্টার্লিং!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ০৫ ডিসেম্বর ২০২২
দল কোয়ার্টারে, বিশ্বকাপ ছাড়তে বাধ্য হলেন রহিম স্টার্লিং!

কাতারে যখন বিশ্বকাপের উৎসব মুখোর পরিবেশ, ঠিক তখনই বাড়িতে ডাকাতি শিকার হন ইংলিশ ফরোয়ার্ড রহিম স্টার্লিং-এর পরিবার। বিষয়টি জানার পর তাকে বাড়ি ফেরার অনুমতি দিয়েছে ইংল্যান্ড ফুটবল সংস্থা। ফলে দল কোয়াটারফাইনালে উঠলেও বিশ্বকাপ ছেড়ে ফিরতে হয়েছে দেশে।

শনিবার রহিম স্টার্লিং-এর বাড়িতে ডাকাত হয়। এ সময় ২৭ বছরের ফুটবলারের বান্ধবী, তিন সন্তান এবং মা বাড়িতে ছিলেন। তবে ডাকাতির ফলে ক্ষয়-ক্ষতি সম্পর্কে তেমন কিছু স্পষ্ট জানা যায়নি।

এদিকে, গত রোববার দিনগত রাতে কোয়ার্টার নিশ্চিত মিশনে সেনেগালের বিপক্ষে মাঠে নামে ইংল্যান্ড। তবে গ্রুপ পর্বের দুই প্রথম একাদশে থাকলেও শেষ ষোলোর দিনে প্রথম একাদশে দেখা যায়নি ইংলিশ স্ট্রাইকার স্টার্লিংকে। মূলত এরপর থেকেই তার বাসাই ফেরার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

এ বিষয়ে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন বলেছেন, “ওর এবং ওর পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি আমরা। এটা ব্যক্তিগত বিষয়। আশা করি কোচের সঙ্গে কথা বলে নিজের এবং পরিবারের জন্য সেরা সিদ্ধান্তটিই নেবে স্টার্লিং।”

এদিকে তার অনুপস্থিতি ইংলিশ শিবিরে প্রভাব ফেলবে না বলে মনে করছেন কোচ সাউথগেট। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের বিবৃতির কথা উল্লেখ করে সাউথগেট। বলেন, “ওর চলে যাওয়ার ঘটনা পরবর্তীতে দল নির্বাচনে প্রভাব ফেলবে না। নিশ্চিতভাবেই পরিবারের সঙ্গে থাকা হলো সবার আগে। আমরা এটাকে সমর্থন করতে চাই। তার যতটা সময়ের প্রয়োজন আমরা তাকে সেটা দিতে চাই।”

১০ ডিসেম্বর (শনিবার) কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে থ্রি লায়ন্সদের প্রতিপক্ষ ফ্রান্স। তবে বিশ্বকাপ চলাকালে স্টার্লিংকে পাওয়ার সম্ভাবনা ঠিক কতটা সেটি নিয়ে, কেউই নিশ্চিত করে কিছু বলেনি। ধারণা করা হচ্ছে, সেমি-ফাইনালে ইংল্যান্ড উঠতে পারলে পুনরায় ইংলিশ শিবিরে দেখা যাবে ২৭ বছর বয়সী এটাকিং এ মিডফিল্ডারকে।

স্পোর্টসমেইল২৪/এমটিআর/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

হাজারতম ম্যাচে মেসির একাধিক কীর্তি

হাজারতম ম্যাচে মেসির একাধিক কীর্তি

গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে এমবাপ্পে

গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে এমবাপ্পে

এমবাপ্পের জোড়া গোলে শেষ ষোলোতে ফ্রান্স

এমবাপ্পের জোড়া গোলে শেষ ষোলোতে ফ্রান্স

বেনজেমার হাতেই ব্যালন ডি’অর, ২৪ বছর অপেক্ষার অবসান

বেনজেমার হাতেই ব্যালন ডি’অর, ২৪ বছর অপেক্ষার অবসান