আর্জেন্টিনাকে বিশ্ব জেতাতে চাচ্ছেন রেফারিরা, অভিযোগ সান্তোস-পেপের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০০ পিএম, ১১ ডিসেম্বর ২০২২
আর্জেন্টিনাকে বিশ্ব জেতাতে চাচ্ছেন রেফারিরা, অভিযোগ সান্তোস-পেপের

কাতার বিশ্বকাপে স্বপ্ন ভঙ্গ হয়েছে রোনালদোদের। সেমিতে উঠার মিশনে ব্যর্থ হয়েই বিদায় নিয়েছে রোনালদোর পর্তুগাল। কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে ১-০ গোলে হেরেছে ওস ন্যাভেগেডোরস’রা। এরপরই রেফারির উপর ক্ষেপেছেন কোচ ফার্নান্দো সান্তোস ও ডিফেন্ডার পেপে। পর্তুগাল-মরক্কো ম্যাচে দায়িত্বরত আর্জেন্টাইন রেফারির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তারা।

তাদের মতে, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের রাস্তা পরিষ্কার করতেই যেন রেফারির পক্ষপাতিত্ব হয়েছে। আর্জেন্টিনার সেমি-ফাইনাল নিশ্চিতের পর, পর্তুগালের ম্যাচে আর্জেন্টাইন রেফারি রাখা ঠিক হয়নি মনে করছেন তারা।

হারের পর সংবাদ সম্মেলনে রেফারির দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন কোচ সান্তোস। তিনি বলেন, "আমি জানি না তারা আর্জেন্টিনাকে কাপ দিতে চাচ্ছে কি-না। এমন একটি দলের রেফারিকে কিভাবে দায়িত্ব দেওয়া হলো, যাদের দল এখনও বিশ্বকাপে আছে! তারা পরিষ্কারভাবে আমাদের বিপক্ষে মাঠে নেমেছিল।"

পর্তুগিজ ডিফেন্ডার পেপের মতে, পর্তুগাল ও মরক্কোর ম্যাচে আর্জেন্টাইন রেফারি দেওয়া ফিফার উচিত হয়নি। ৩৯ বছর বয়সী এই তারকা বলেন, "একজন আর্জেন্টিনার রেফারির পক্ষে আমাদের খেলা পরিচালনা করা গ্রহণযোগ্য নয়। আমি বলছি না বিশেষ কাজে তাকে আনা হয়েছে। দ্বিতীয়ার্ধে আমরা কী খেলেছি! আমাদের দ্বিতীয়ার্ধ খেলতে দেওয়া হয়নি। মাত্র ৮ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হলো। দ্বিতীয়ার্ধে শুধু আমরা খেলার চেষ্টা করেছি।"

রেফারির পক্ষপাতিত্বে হারার ইঙ্গিত দিয়েছেন আরেক তারকা ব্রুনো ফার্নান্দেজও। সরাসরি না বললেও বুঝিয়ে দিয়েছেন রেফারির কারণেই হেরেছেন তারা।

কাতার বিশ্বকাপের শেষদিকে তুমুল বিতর্কের খোরাক তৈরি করছেন রেফারি। যে দলের বিপক্ষে সিদ্ধান্ত যাচ্ছে, তারাই সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন রেফারিদের বিপক্ষে।

এর আগে, নেদার‍ল্যান্ডস-আর্জেন্টিনার ম্যাচে রেফারি নিয়ে প্রবল সমালোচনা করে ফুটবল বিশ্ব। ১২০ মিনিটের ঐ ম্যাচে ৪৮টি ফাউল আর ১৮ হলুদ কার্ডে বিশ্বকাপে রেকর্ডও হয়েছে।

ম্যাচ শেষে এই বিষয়ে ক্ষোভ ঝেড়েছেন খোদ মেসিও। ডাচদের বিপক্ষে জয়ের পর বাজে রেফারিং নিয়ে মন্তব্য করেন তিনি। আর্জেন্টাইন সুপারস্টার বলেন, "মানুষ দেখেছে কী হয়েছে। আমার মনে হয়, এমন রেফারিকে এই ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব দেওয়া ফিফার উচিত নয়।"

স্পোর্টসমেইল২৪/এমটিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদোর বিদায়ে মাশরাফির হৃদয়ও কেঁদে উঠেছে

রোনালদোর বিদায়ে মাশরাফির হৃদয়ও কেঁদে উঠেছে

ব্রাজিলের বিদায়ের দিনে সেমি-ফাইনালে আর্জেন্টিনা

ব্রাজিলের বিদায়ের দিনে সেমি-ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপে সেমি ও ফাইনালের জন্য নতুন ফুটবল ‌‍‘আল হিল্ম’

বিশ্বকাপে সেমি ও ফাইনালের জন্য নতুন ফুটবল ‌‍‘আল হিল্ম’

কাতার বিশ্বকাপে রূপকথার কারিগর এডুকেশন সিটি স্টেডিয়াম

কাতার বিশ্বকাপে রূপকথার কারিগর এডুকেশন সিটি স্টেডিয়াম